বড়সড় বদল মাধ্যমিকের নিয়মে। এবার ফর্ম ফিলআপ হবে অনলাইনেই, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আর মিলবে না মেট্রো। চলবে নির্মাণকাজ, অনির্দিষ্ট কালের জন্য সংক্ষিপ্ত করা হল রুট। ঘোষণা কর্তৃপক্ষের। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৃহত্তম ড্রোন হামলা কিয়েভের। মস্কো ধ্বংসে ৩৪ ড্রোন ছুড়ল ইউক্রেন। সীমান্ত ডিঙিয়ে পালটা হামলা পুতিন বাহিনীর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। সূচি নিয়ে জলঘোলায় বাতিল পাকিস্তানের অনুষ্ঠানও।
হেডলাইন:
আরও শুনুন: 9 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- ‘অভয়া’ ইস্যুতে আন্দোলন জারি, ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা
বিস্তারিত খবর:
1. বড়সড় বদল মাধ্যমিকের নিয়মে। এবার ফর্ম ফিলআপ হবে অনলাইনেই, বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। কবে থেকে শুরু হবে ফর্ম ফিলআপ, সেই দিনক্ষণও জানানো হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারির ১৪ তারিখ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী মাসেই শুরু হবে পরীক্ষার্থীদের ফর্ম ফিলআপ। এতদিন স্কুলে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে ফর্ম ফিলআপ করতে হত পড়ুয়াদের। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবছর থেকে মাধ্যমিকের ফর্ম ফিলআপ হবে অনলাইনে। ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিলাপ। শেষ সময়, ১৮ ডিসেম্বর রাত ১২ টা। পর্ষদের বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে।
2. হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আর মিলবে না মেট্রো। চলবে নির্মাণের কাজ। আর সেই কারণে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রুট সংক্ষিপ্ত করা হচ্ছে, রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানাল কলকাতা মেট্রো রেল। আপাতত মহাকরণ পর্যন্ত চালানো হবে মেট্রো। তবে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। এই রুটে সাধারণত প্রতিদিন সকাল ৬.৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোট ১১৮ টি মেট্রো। সেখানে এখন থেকে ১৫০টি মেট্রো চালানো হবে। আর রবিবার দুপুর ২টো ১৫ থেকে রাত ৯.৫০ পর্যন্ত চলবে মোট ৪৬টি মেট্রো। তবে সময়সূচিতে আপাতত কোনও বদল হচ্ছে না। মেট্রো মহাকরণ পর্যন্ত চলায় আপ ও ডাউনে সরাসরি ব্লু লাইনের মেট্রো পাওয়ায় সমস্যার মুখে পড়বেন যাত্রীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।