শক্তি হারিয়ে দুর্বল অশনি। তবে বঙ্গের উপকূলবর্তী জেলায় হবে ভারী বৃষ্টি। বিপর্যয় মোকাবিলায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। পদক্ষেপ কলকাতা পুরসভারও।করোনা রুখতে সতর্ক রাজ্যে। দৈনিক সংক্রমণ সামান্য বাড়তেই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।বুধবারই বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করবেন বাবুল সুপ্রিয়।থামল সন্তুরের সুর-মূর্ছনা। প্রয়াত কিংবদন্তি শিল্পী শিবকুমার শর্মা।
হেডলাইন:
আরও শুনুন: 9 মে 2022: বিশেষ বিশেষ খবর- উদ্ধার হয়নি নোবেল, রবীন্দ্রজয়ন্তীতে সিবিআইকে তোপ মমতার
আরও শুনুন: 8 মে 2022: বিশেষ বিশেষ খবর- উপকূলবর্তী জেলাগুলিতে ‘অশনি’ সংকেত, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফর
বিস্তারিত খবর:
১। দাপট খানিকটা কমল ঘূর্ণিঝড় অশনির। অতি শক্তিশালী না হলেও। অশনির জেরা বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে বলেই জানাল আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, ১০ থেকে ১৩ মে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার, হাওড়া, কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১২ তারিখ পর্যন্ত নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাতের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে অন্ধ্র-ওড়িশা উপকূলে। বিপর্যয় মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত রাজ্য সরকার। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। কলকাতা পুরসভার তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা CESC, WBSEDCL-ও। যাতে ঝড়-জলের ফলে ঘটা বিদ্যুৎ বিভ্রাটের খবর সহজেই পৌঁছে যায়। কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভাতেও তৎপরতা তুঙ্গে। আগামী ৩ দিন ছুটি বাতিল করা হয়েছে। হাওড়া ও কলকাতা – দুই পুরসভাতেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া লালবাজারেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। অশনির প্রভাবে জনজীবন যাতে স্বাভাবিক থাকে, সেদিকে সতর্ক নজর রাখছে রাজ্য প্রশাসন।
২। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ বাড়তেই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের স্বাস্থ্য সচিব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসছেন তিনি। স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৪৬ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২১। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে হয়েছে ০.৬৮ শতাংশ। চিকিৎসক মহল বলছে, কোভিডবিধি মেনে না চললে আগামী কয়েক মাসের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এর মাঝে রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতেই বুধবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় রাজ্যের হাসপাতালগুলির অবস্থা, অক্সিজেন সরবরাহ, করোনা পরীক্ষা এমনকী টিকাকরণ নিয়েও আলোচনা হতে পারে বলেই জানা যাচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।