ব্রিগেড থেকে লোকসভার ৪২ আসনের প্রার্থী ঘোষণা তৃণমূলের। বড় চমক ইউসুফ পাঠান। লড়াইয়ে রচনা-দেবাংশু-সায়নীরা। বাদ মিমি-নুসরত। অভিনব ব্রিগেডের সাক্ষী বাংলা। নাম ঘোষণার পর র্যাম্পে হাঁটলেন টিকিট প্রাপকরা। ইন্ডিয়া জোটে ইতি টেনে কংগ্রেসকে জমি না ছাড়ার ঘোষণা নেত্রীর। ব্রিগেডে বাঙালি আবেগে শান অভিষেকের। তৃণমূলের ব্রিগেডের পালটা সন্দেশখালিতে শুভেন্দুর সভা।
হেডলাইন:
আরও শুনুন: 8 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- ইডি হানার দিন তৃণমূল বিধায়ককে ফোন শাহজাহানের, দাবি CBI-এর
বিস্তারিত খবর:
1. রবিবাসরীয় ব্রিগেডে বড় চমক তৃণমূলের। জনতার দরবারেই ঘোষণা হল জনতার প্রতিনিধিদের নাম। একইসঙ্গে জোট জল্পনা উড়িয়ে ৪২ আসনেই প্রার্থী দিল তৃণমূল। তার মধ্যেই রয়েছে একাধিক চমক। আসন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে বহরমপুর থেকে ভোটে দাঁড়াচ্ছেন ইউসুফ পাঠান। যা নিঃসন্দেহে তৃণমূলের সবথেকে বড় চমক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এছাড়া টিকিট পেয়েছেন দেবাংশু-রচনা সহ একাধিক নতুন মুখ। দেবাংশু প্রার্থী হচ্ছেন তমলুক থেকে। অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট ময়দানে নামতে হবে তাঁকে। তারকা অভিনেত্রী রচনা ব্যানার্জি দাঁড়াচ্ছেন হুগলী থেকে। এছাড়া চব্বিশের লড়াইয়ে একেবারে আনকোরা, তরতাজা মুখের মধ্যে উল্লেখযোগ্য আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁকে মালদহ উত্তর থেকে প্রার্থী করেছে তৃণমূল। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন দেব এবং সায়নী ঘোষও। যাদবপুর কেন্দ্রে লোকসভায় তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী, এবং ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন দেব। এদিকে, জাতীয় রাজনীতির ময়দানে অভিজ্ঞতার জোরে লোকসভায় টিকিট পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। সদ্য প্রকাশিত তালিকায় বাদ পড়েছেন সাত সাংসদ। নুসরত জাহান, মিমির মতো তারকা সাংসদকে টিকিট দেয়নি তৃণমূল। এই প্রথমবার তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন না অধিকারী পরিবারের কেউ। আবার বারাকপুর শিল্পাঞ্চলেও অর্জুন সিংয়ের উপর আস্থা রাখতে পারল না ঘাসফুল শিবির। সব মিলিয়ে ৪২ আসনে ২৬ জনই নতুন মুখ। তার মধ্যে ১০ জন একেবারেই আনকোরা, ১১ জন বিধায়ক। এবং বাকি ৫ জন বিজেপি থেকে তৃণমূলে ফিরে পেলেন লোকসভা ভোটের টিকিট।
2. অভিনব ব্রিগেডের সাক্ষী থাকল বাংলা। সাবেকি পন্থা ভুলে আধুনিক কায়দায় জায়ান্ট স্ক্রিনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। তারপর তাঁদের দিয়ে র্যাম্প ওয়াক করানো হয়। র্যাম্পে হাঁটেন খোদ মমতা-অভিষেকও। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন নেত্রীর আশীর্বাদ নিয়ে প্রার্থী ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার ব্রিগেডের সভার আগে প্রকাশ্যে আসে তৃণমূলের ‘কনসেপ্ট নোট’। যার শুরুতেই বিজেপির ‘বাংলা বিদ্বেষী’ মনোভাবের বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির। তুলে ধরা হয়েছে, ২০১৪ সালে ক্ষমতায় আসার সময় থেকে দিল্লির নেতারা বাংলায় এসে আবাস কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামোর মতো ক্ষেত্রে বহু প্রতিশ্রুতি দেয় যা বাস্তবায়িত হয়নি। বাংলার মনীষী ও সংস্কৃতির প্রতি বিজেপি অবজ্ঞার তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে। অভিযোগ, বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লাগাতার চেষ্টা করে গিয়েছে ‘পরিযায়ী’ বিজেপি। এদিন নিজেদের বক্তব্যেও সেসব ঘুরিয়ে ফিরিয়ে উল্লেখ করেছেন মমতা-অভিষেক। তবে ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণা, এবং তারপর এইভাবে জনগণের মাঝে পৌঁছে প্রার্থীদের র্যাম্প ওয়াক এর আগে বাংলা দেখেনি। সবমিলিয়ে রবিবাসরীয় ব্রিগেডকে আগাগোড়া চমকে মোড়া হিসেবেই দেখছে বঙ্গবাসী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।