মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া না দিয়ে ফের রেল-রাস্তা অবরোধ হাওড়ায়। জারি হতে পারে ১৪৪ ধারা। অশান্তির জল গড়াল আদালতেও। প্রকাশিত চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। পাশের হার ৮৮ শতাংশের বেশি। পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনেদুপুরে এলোপাথাড়ি গুলিবৃষ্টি পার্ক সার্কাসে। নিজের মাথায় গুলি করে আত্মঘাতী পুলিশ কর্মী। মৃত্যু এক পথচলতি মহিলারও।
হেডলাইন:
আরও শুনুন: 9 জুন 2022: বিশেষ বিশেষ খবর- বাংলা ভাগ নিয়ে মুখ খোলা বারণ, রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশ নাড্ডার
আরও শুনুন: 8 জুন 2022: বিশেষ বিশেষ খবর- চা শ্রমিকদের বেতনবৃদ্ধি ১৫ শতাংশ, আশ্বাস মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. নবী হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর আপত্তিকর মন্তব্যের জেরে এবার অশান্ত বাংলা। ওই মন্তব্য ইসলামের প্রতি অবমাননাকর, এই মর্মে বৃহস্পতিবার হাওড়া লাগোয়া ৬ নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ চলেছিল। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার আমজনতা। খোদ মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন জানালেও তাতে ফল মেলেনি। শুক্রবার সকাল থেকে ফের অবরোধ হয় উলুবেড়িয়া, ধুলাগড়-সহ বিভিন্ন জায়গায়। বম্বে রোডের কুলগাছিয়া, পীরতলায় অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। পালটা লাঠিচার্জ করে পুলিশও। এদিকে অবরোধ করা হয় রেলপথেও। বাগনান, ফুলেশ্বর, চেঙ্গাইল-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় দূরপাল্লার ও লোকাল ট্রেনগুলিকে। সূত্রের খবর, ১৪৪ ধারা জারির পথে হাঁটতে চলেছে হাওড়া জেলা প্রশাসন।
এদিকে এই বিক্ষোভের নেপথ্যে জঙ্গিগোষ্ঠীর যোগসাজশের অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। দিল্লির ঘটনায় এখানে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চালানো হল কেন, এই প্রশ্ন তুলে NIA তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী দেবদত্ত মাজি।
2. প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার বেলা ১১টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলাফল জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের প্রকাশিত মেধাতালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছে ২৭২ জন পড়ুয়া। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এদিন সাংবাদিক বৈঠক থেকেই সংসদ সভাপতি জানিয়েছেন, আগামী বছর ১৪ মার্চ শুরু হবে পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। পুরনো পদ্ধতিতে অর্থাৎ অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সিলেবাসেও হবে না কাটছাঁট।
করোনার পরে এবছরই প্রথম নিজেদের স্কুলে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা। সেই অর্থে ২ বছর পর অফলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। পরীক্ষায় পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পড়ুয়া। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।