উত্তপ্ত মণিপুরে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত তৃণমূলের। ১৪ জুলাই উত্তর-পূর্বের রাজ্যে যাবেন পাঁচ সদস্য। পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ। খতিয়ে দেখতে এবার বাংলায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে চলল পুনর্নিবাচন। জেলায় জেলায় ছবি বিক্ষিপ্ত অশান্তির। মিলল না সুপ্রিম কোর্টের ‘রক্ষাকবচ’। নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI। রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের। নতুন মুখ হয়ে এলেন সাকেত গোখলে, প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম।
হেডলাইন:
আরও শুনুন: 8 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- পঞ্চায়েতে মৃত ১৬, রক্ত ঝরার দায় বিরোধীদেরই, বলল তৃণমূল
বিস্তারিত খবর:
1. তিন মাস পরও আশান্তি থামেনি মণিপুরে। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। সেখানেই এবার ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছে তৃণমূল। আগামী ১৪ জুলাই উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছেন তৃণমূলের পাঁচ সদস্য। জানা গিয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ,দোলা সেন এবং সুস্মিতা দেব। জাতি সংঘর্ষে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত মণিপুর। লাগাতার সংঘর্ষে বাড়ছে প্রাণহানি। আতঙ্কিত জনতা রাজ্য ছেড়ে আশ্রয় নিচ্ছেন ভিন রাজ্য়ে। বিবদমান দলগুলির সঙ্গে আলোচনার টেবিলে বসে পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তির বার্তা নিয়ে অশান্ত মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেনন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষপর্যন্ত অনুমতি মেলেনি। এবার সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। এদিন চার সদস্যের নাম ঘোষণা করে টুইটারে তৃণমূলের তরফে লেখা হয়, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মণিপুর জ্বলছে তিন মাস ধরে। কিন্তু বিজেপি সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। তাই তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে কিছুটা স্বস্তি দেবে মানুষকে।” রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েতে লাগাতার হিংসার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আসছে বিজেপির চার সদস্যের দল। এরই পালটা এবার মণিপুরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।
2. পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ খতিয়ে দেখতেই এবার রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় দল রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। চার সদস্যের কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। বাকি তিনজন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় এবং সাংসদ রেখা বর্মা। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের দিনই বাংলায় আসছে বিজেপির প্রতিনিধি দল। যদিও গেরুয়া শিবিরের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, “মণিপুর তো জ্বলছে। সেখানে তো কোনও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। বাংলার ৬১ হাজার বুথের মধ্যে গুটিকয়েক বুথে অশান্তি হয়েছে। সেটা নিয়ে বিরোধীরা প্রচার করতে চাইছে।” তবে ভোট-হিংসা নিয়ে খোঁজ নিতে নির্বাচনের দিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সন্ত্রাসের অভিযোগের সত্যতা খুঁজতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠানোরই সিদ্ধান্ত নিল বিজেপি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।