বিতর্কের আবহেই রাজ্যে আয়োজন প্রাথমিক টেট-এর। নিরাপত্তা আঁটসাট করতে একাধিক ব্যবস্থা পর্ষদের। বিঘ্ন ঘটানো হতে পারে পরীক্ষায়, আশঙ্কা পর্ষদ সভাপতির। মুক্তির পরই গুজরাট প্রশাসনকে হুঁশিয়ারি সাকেত গোখলের। গ্রেপ্তারির ব্যাখ্যা না দিলে দ্বারস্থ আদালতের, দাবি নেতার। বিজেপির ডিসেম্বরের পালটা এবার তৃণমূলের জানুয়ারি। নতুন বছরেই ঘটবে বিশেষ ঘটনা, বিজেপিকে ইঙ্গিত করে টুইট কুণালের। জয়নগরে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। অন্য ধর্মের মতো মুসলিম মেয়েদের বিয়ের বয়সও হোক ১৮। সুপ্রিম কোর্টে আরজি মহিলা কমিশনের। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি ঈশান কিষানের। ওয়ানডে কেরিয়ারের ৪৩তম শতরান কোহলির।
হেডলাইন:
আরও শুনুন: 9 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতির ‘আঁতুড়ঘর’ SSC অফিস, হাই কোর্টে দাবি সিবিআইয়ের
আরও শুনুন: 8 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- গুজরাটে রেকর্ড জয় বিজেপির, হিমাচল কংগ্রেসের
বিস্তারিত খবর:
1. বিতর্কের আবহেই রবিবার রাজ্যে প্রাথমিক টেট। ঠিক তার আগের দিন বিস্ফোরক অভিযোগ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস করে বা অন্য কোনও উপায়ে পরীক্ষায় বিগ্ন ঘটানোর চেষ্টা করা হতে পারে। তবে এব্যাপারে পর্ষদ এবং প্রশাসন সতর্ক আছে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার বেলা ১২টায় শুরু হয়ে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। রাজ্যজুড়ে ১ হাজার ৪৫৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্চিদ্র করতে, বায়োমেট্রিকের মাধ্যমে পরিচয় যাচাই, হাতে ধরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারির মতো একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সভাপতি গৌতম পালের জানান, ‘‘একেবারে স্বচ্ছতার সঙ্গে টেট নেওয়ার জন্য পর্ষদ বদ্ধপরিকর। তার জন্য আমরা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করছি। আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখছি না।’’ পাশাপাশি তৈরি পরিবহণ দপ্তরও। এত সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াতের অসুবিধা যাতে না হয়, তা নিশ্চিত করতে রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস ও ৩৬ হাজার বেসরকারি বাস। টোটো এবং ফেরি পরিষেবাও থাকবে যথেষ্ট। চলবে বাড়তি ট্রেনও। পূর্ব রেল জানিয়েছে, বাড়তি ১৬ জোড়া ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। হাওড়া, আসানসোল, মালদা ও খড়গপুর ডিভিশনে সপ্তাহের অন্যান্য দিনের মতোই ট্রেন চলবে পরীক্ষার দিন। নির্বিঘ্নে টেট সম্পন্ন করার জন্য পর্ষদ পুরোপুরি তৈরি বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি।
2. মুক্তির পর গেরুয়া শিবিরকে পালটা চ্যালেঞ্জ তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের। এবার সরাসরি গুজরাট প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলে দিলেন, “আমি যে টুইট শেয়ার করেছি, সেটা যদি ভুয়ো হয়ে থাকে তাহলে সঠিক তথ্য দিতে হবে মোরবির জেলা প্রশাসনকে। আর প্রশাসন যদি এর সঠিক ব্যাখ্যা না দিতে পারে, তাহলে আমার পূর্ণ অধিকার আছে আদালতে যাওয়ার।” সম্প্রতি, তিনদিনের ব্যবধানে দু-বার সাকেত গোখেলকে গ্রেপ্তার করেছিল গুজরাট প্রশাসন। সাকেতকে জেল থেকে বার করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুই ক্ষেত্রেই ২৪ ঘণ্টার মধ্যে জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু মুক্তির পরই বিজেপির বিরুদ্ধে ফের খড়্গহস্ত হয়েছেন সাকেত। এদিন টুইটের মাধ্যমে তিনি অভিযোগ জানিয়েছেন, “বিজেপির নির্দেশেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। প্রধানমন্ত্রী একটি টুইটে কষ্ট পান, অথচ ১৩৫ জনের মৃত্যুতে কষ্ট পান না। মাত্র চারদিনের মধ্যে আমি দু’বার গ্রেপ্তার হলাম আবার জামিনও পেলাম। বিচারব্যবস্থাকে ধন্যবাদ। বিজেপি যদি ভেবে থাকে আমাকে জেলে পুরলে আমি ভয় পেয়ে যাব, তাহলে ভীষণ ভুল ভাবছে।” এছাড়াও প্রধানমন্ত্রীর সফরে ঠিক কত খরচ হয়েছে, সেই তথ্য জানতে চেয়ে মোরবির জেলাশাসককে একটি চিঠিও লিখেছেন তিনি। সঠিক তথ্য না পেলে তিনি যে আদালতেও যেতে পারেন, তা সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।