অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর। খোঁচা ইন্ডিয়া জোটের নাম নিয়েও। মণিপুরে অশান্তির দায় কংগ্রেসের, তোপ মোদির। রাহুলের ‘ফ্লাইং কিস’ বিতর্কের পর এবার কোপ অধীরের উপর। অভিযোগ অসংসদীয় আচরণের। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড লোকসভার বিরোধী দলনেতা। হস্টেলের তিনতলা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু যাদবপুরের পড়ুয়ার। দেহে আঘাতের চিহ্ন, উঠছে র্যাগিংয়ের অভিযোগ। ঘটনাস্থলে গেলেন রাজ্যপাল। সুপ্রিম রায়কে অকেজো করতে ভাবনা নয়া আইনের। নির্বাচন কমিশনার নিয়োগ থেকে সরানো হোক প্রধান বিচারপতিকে। প্রস্তাব মোদি সরকারের।
হেডলাইন:
আরও শুনুন: 09 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- মণিপুর নিয়ে তোপের মাঝেই ফ্লাইং কিস বিতর্ক, সংসদে ফিরেই চর্চায় রাহুল
বিস্তারিত খবর:
1. মণিপুর ইস্যুতে লাগাতার চাপের পর অনাস্থা প্রস্তাব পেশ করেছিল বিরোধী দলগুলি। বৃহস্পতিবার তার জবাবি ভাষণে পালটা বিরোধীদেরই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের সাফল্যের খতিয়ান দেওয়ার পাশাপাশি দাবি করলেন, চব্বিশের নির্বাচনে আগের রেকর্ড ভেঙে দিয়ে ফের সরকার গড়বে এনডিএ। দেড় ঘণ্টার বক্তব্যে কংগ্রেস সহ বিরোধী জোটকে চড়া সুরে আক্রমণ করার পর অবশেষে মণিপুর নিয়ে মুখ খোলেন মোদি। বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ করে তাঁর দাবি, বিজেপিবিরোধী জোটের সকলেই প্রধানমন্ত্রী হতে চান। এমনকি জোটের নাম নিয়েও তাঁর কটাক্ষ, নতুন নাম রাখতে গিয়ে ভারতের টুকরো টুকরো করে দিয়েছে বিরোধীরা। মোদির কথায়, অনাস্থা প্রস্তাব আসলে বিরোধীদের অ্যাসিড টেস্ট। তবে বিরোধীরা যাঁদেরই খারাপ চান, তাদেরই ভাল হয়, আর তিনি নিজেই এর উদাহরণ। এদিকে মোদিকে মণিপুর নিয়ে মুখ খুলতে না দেখে ভাষণ চলাকালীনই বেরিয়ে যান কংগ্রেস সাংসদরা। এরপরেই মণিপুর নিয়ে মুখ খুলে মোদির দাবি, আসলে সেরাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার ইচ্ছাই ছিল না বিরোধীদের। সেইজন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের সময়ে তাঁরা হট্টগোল করেছেন। উত্তর-পূর্ব ভারতে যে সমস্যা চলছে, কংগ্রেসের আমলেই তার জন্ম বলে দাবি মোদির। কিন্তু সবকা সাথ সব কা বিকাশ মন্ত্রেই মণিপুরের উন্নয়ন চাইছেন তাঁরা। মোদির বক্তৃতার পর এদিন ভোটাভুটিতে খারিজ হয়ে যায় অনাস্থা প্রস্তাব। অনাস্থার বিপক্ষেই ভোট গিয়েছে বেশি বলে জানিয়ে দেন স্পিকার ওম বিড়লা। ফলত যে অনাস্থা প্রস্তাব নিয়ে এতদিন সংসদের পারদ ক্রমশ চড়ছিল, তার অবসান হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
2. অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীনই ফের কোপ কংগ্রেসের উপর। এবার অসংসদীয় আচরণের অভিযোগে বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে সাসপেনসনের প্রস্তাবও পাশ হল সংসদে। গতকালই মণিপুর নিয়ে সংসদে ঝড় তোলেন রাহুল গান্ধী। কিন্তু সেসব ছাপিয়ে যায় ফ্লাইং কিস বিতর্ক। রাহুলের বিরুদ্ধে এই অভিযোগে সরব হন স্মৃতি ইরানি-সহ বিজেপি মহিলা সাংসদরা। স্পিকারের কাছে তাঁরা লিখিত অভিযোগও জমা দেন। ঠিক তার পরদিনই কোপ পড়ল অধীর চৌধুরীর উপর। এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রীকে তিনি কটাক্ষ করেন বলে অভিযোগ ওঠে। কিন্তু ধৃতরাষ্ট্র ও বস্ত্রহরণের যে উপমা তিনি টানেন তা অসংসদীয় বলেই মনে করা হচ্ছে। আর তাই নেমে এল সাসপেনশনের খাঁড়া। বৃহস্পতিবার সংসদের তাঁর আচরণের জন্য স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। প্রিভিলেজ কমিটিতে অধীর চৌধুরী সম্পর্কে রিপোর্ট পাঠানো হয়েছে। পালটা রিপোর্ট পাওয়া পর্যন্ত সংসদ থেকে সাসপেন্ড থাকবেন কংগ্রেস সাংসদ। ইন্ডিয়া জোট নিয়ে ভয়ের কারণেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলেই মনে করছে কংগ্রেস শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।