ভোটের আগে হাই কোর্টে ধাক্কা রাজ্যের। জমি দখল, নারী নির্যাতন মামলায় সন্দেশখালিতে সিবিআই। ভূপতিনগর কাণ্ডে রক্ষাকবচ এনআইএ-র। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। সরকারি স্কুলের খাতায় মমতার ছবি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ পদ্মশিবিরের। লোকসভার আগে বাংলায় শাহ। ভূপতিনগর ইস্যুতে কড়া হুঁশিয়ারি, তোপ সন্দেশখালি নিয়েও। বিজেপি যোগের জল্পনায় বারাসতে বাম প্রার্থী বদল। বরানগরে প্রার্থী দিল সিপিএম। আসানসোলে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বিজেপির।
হেডলাইন:
আরও শুনুন: 9 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- OMR তথ্য না পেলে বাতিল ২০১৪-র টেট, হুঁশিয়ারি বিচারপতি মান্থার
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোটের আগে হাই কোর্টে জোড়া মামলায় ধাক্কা রাজ্যের। সন্দেশখালির জমি জবরদখল, মহিলাদের উপর অত্যাচার সম্পর্কিত সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই, বুধবার সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সিবিআইকে বলা হয়েছে, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির মানুষের অভিযোগ নিতে হবে, যাতে অভিযোগকারীর পরিচয় গোপন থাকে। সব পক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে এই ইমেল আইডির মাধ্যমে অভিযোগ জানাতে হবে। ইমেল আইডিটি এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। এছাড়াও এলাকায় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র মারফতও জানাতে হবে আইডিটি। এরপর তদন্ত হবে আদালতের নজরদারিতে। তদন্তে সমস্তরকম সহযোগিতা করতে হবে রাজ্যকে। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি, রাস্তায় এলইডি আলো বসানোর খরচও দিতে হবে রাজ্যকেই। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। সেদিনই তদন্তের রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে শেখ শাহজাহানের ভাই ও তাঁর দুই ঘনিষ্ঠকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।
এদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে রক্ষাকবচ পেল NIA। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, ওই আধিকারিকদের এখনই গ্রেপ্তার করা যাবে না। ভিডিও কনফারেন্সে তাঁদের জিজ্ঞাসাবাদ করা যাবে, তবে সেক্ষেত্রেও ৭২ ঘণ্টা আগে নোটিস দেওয়ার নির্দেশ হাই কোর্টের।
2. ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। অভিযোগ, রাজ্য সরকারি স্কুলে বিলি করা খাতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর ছবি রয়েছে। যা আদপে নির্বাচনী বিধিভঙ্গ বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, খাতায় এই ছবি আদতে রাজ্য সরকারের বিজ্ঞাপনের কাজ করছে। বিষয়টি নিয়ে মমতা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। ওই খাতা থেকে মমতার ছবি সরানোর দাবিতে সরব পদ্মশিবির।
দেশজুড়ে ভোটের ঘণ্টা বাজতেই জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। এর আগেও নির্বাচনী জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। এবার ফের আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।