রামনবমীর অশান্তিতে নয় রাজ্য পুলিশ। কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রয়োজন, মত হাই কোর্টের। রাজ্যকে তোপ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, পালটা বিজেপিকে তোপ মমতার। পঞ্চায়েত ভোটে প্রার্থীদের চূড়ান্ত করবেন মমতাই। তৃণমূল আর জাতীয় দল নয়। স্বীকৃতি বাতিল করল নির্বাচন কমিশন, ক্ষোভ প্রকাশ দলের। আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জামিন মঞ্জুর জিতেন্দ্র তিওয়ারির। রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি ছড়াল জামশেদপুরে। অগ্নিপথ ইস্যুতে স্বস্তি মোদি সরকারের।
হেডলাইন:
আরও শুনুন: 9 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- শেষ ওভারে ৫ ছক্কায় নায়ক রিঙ্কু সিং, রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী নাইটরা
আরও শুনুন: 8 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- বকেয়া আদায়ে ১ কোটি চিঠি, ঘোষণা স্বাক্ষর ও চিঠি সংগ্রহের কর্মসূচির
বিস্তারিত খবর:
1. বাংলায় রামনবমীর অশান্তি মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা (NIA)-র প্রয়োজন। কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। রামনবমীর মামলায় এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই মামলায় জমা পড়া পুলিশি রিপোর্ট দেখে আদালতের পর্যবেক্ষণ, পুলিশি রিপোর্টে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির প্রশ্ন, বছরের পর বছর একই ঘটনা ঘটছে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে কীভাবে? ছাদ থেকে পাথর ছোঁড়ার অভিযোগ নিয়েও বিচারপতির প্রশ্ন, ওই সময়ে এত পাথর কীভাবে ছাদে এল? এদিকে সোমবার সাংবাদিক বৈঠক করে এই অশান্তির জন্য প্রশাসনকেই দায়ী করেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যার পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে ভারচুয়ালি অ্যাম্বু্ল্যান্সের উদ্বোধন করার পর রামনবমীর ঘটনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। ফ্যাক্ট ফাইন্ডিং টিম শান্ত এলাকাকে অশান্ত করছে বলেই দাবি তাঁর। রামনবমীর অশান্তির জন্য এদিন ফের বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “একমাস আগে পার্টি অফিসে বসে প্ল্যান করেছে। মুঙ্গের থেকে এনেছে বন্দুক বাহিনী।” তবে পুলিশের ইতিবাচক ভূমিকার জন্যই পরিস্থিতি আয়ত্তে আনা গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
2. পঞ্চায়েত ভোটের আগে ভারচুয়াল বৈঠক থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, “দল কারও পৈতৃক সম্পত্তি নয়। দলনেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী সকলকে চলতে হবে।” একইসঙ্গে আরও একবার তিনি স্পষ্ট করে দিলেন, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। তবে গায়ের জোরে নয়, জনসমর্থনের জোরেই যে প্রার্থী হওয়ার ছাড়পত্র মিলবে, সে কথাও মনে করালেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে এদিন ভারচুয়াল বৈঠক করেন অভিষেক। কেমন হবে পঞ্চায়েত ভোট, কীভাবে প্রার্থী নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৃণমূলের ভূমিকা কী হবে, এদিনের বৈঠকে সেই রূপরেখা তৈরি করে দেন তিনি। তাঁর আশ্বাস, “সবকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবে প্রার্থী দেবে। যেখানে বিরোধীরা মনোনয়ন দিতে পারবে না, প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা করাব।”
এদিকে ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার আগেও জনসমর্থন সংগ্রহে নজর দিয়েছেন অভিষেক। ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিজের হাতে প্রধানমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখতে হবে। ২৪ এপ্রিল থেকে ২৫ মে অবধি চলবে স্বাক্ষর গ্রহণ। অন্তত দেড় কোটি স্বাক্ষর ও ২ লক্ষ মানুষকে নিয়ে রাজ্যের পাওনা আদায় করতে দিল্লি যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।