অন্তর্ধানের জল্পনা ওড়ালেন ইমরান খান। সরকার পতনের পর করলেন টুইট। ‘স্বাধীনতার লড়াই শুরু’, বার্তা ইমরানের। সম্ভাবনা দলীয় বৈঠকেরও। জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণের অভিযোগ। নদিয়ার হাঁসখালিতে মৃত্যু নির্যাতিতার। কাঠগড়ায় তৃণমূল নেতার ছেলে। রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া নদিয়ায়। ৫-৬ মাস মৃত মায়ের দেহ আগলে তরুণী। বগটুই কাণ্ডে জারি সিবিআই ধরপাকড়। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার নিহত ভাদু শেখের ঘনিষ্ঠ সমীর শেখ। এ নিয়ে সিবিআইয়ের হাতে ধৃত মোট ৫।
হেডলাইন:
আরও শুনুন: 9 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- দেশে কমল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের দাম
বিস্তারিত খবর:
1. অনেক চেষ্টা করে গদি রক্ষা করতে পারেননি। পাকিস্তানে পতন হয়েছে ইমরান সরকারের। তারপর থেকেই দেখা মিলছিল না প্রাক্তন প্রধানমন্ত্রীর। মনে করা হচ্ছিল। তিনি দেশ ছেড়েছেন। তবে শেষমেশ অন্তর্ধানের জল্পনা ওড়ালেন ক্যাপ্টেন স্বয়ং। রবিবার এক তুইট বার্তায় তিনি নতুন করে ডাক দিয়েছেন স্বাধীনতার লড়াইয়ের। ইমরান তাঁর তাঁর পোস্টে লিখেছেন, ”১৯৪৭ সালে পাকিস্তান গড়ে উঠেছিল একটি স্বাধীন দেশ হিসেবে। কিন্তু আজ সূচনা হল বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা অর্জন করতে ক্ষমতা বদলের জন্য এক নতুন সংগ্রামের। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করা জনসাধারণের কর্তব্য।” জানা যাচ্ছে, ইতিমধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) বৈঠকও ডেকেছেন ইমরান। সেখানে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের অন্যতম শীর্ষনেতা ফয়জল জাভেদ খান। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইমরানের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতির বিশেষজ্ঞরা।
2. জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার হাঁসখালির। জানা যাচ্ছে, গত সোমবার হাঁসখালির গ্যাড়াপোতা এলাকার পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গোয়ালির জন্মদিন ছিল। সেখানেই নিমন্ত্রিত ছিল মৃতা অর্থাৎ যুবকের প্রেমিকা। বাড়ি ফেরার সময় অসুস্থ ছিল সে, পরে অসুস্থতা আরও বাড়ে। চিকিৎসককে ডাকার আগেই মৃত্যু হয় নাবালিকার। মঙ্গলবার ভোরের দিকে দাহ করা হয় নাবালিকার দেহ। গতকাল অর্থাৎ ৯ এপ্রিল হাঁসখালি থানায় যান মৃতার বাড়ির সদস্যরা। তাঁদের অভিযোগ, জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে প্রেমিক সোহেল গোয়ালি। মৃতার পরিবারকে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। সেই কারণেই পুলিশে খবর না দিয়ে নাবালিকার দেহ দাহ করে দেওয়া হয়। ঘটনা জানাজানি হতেই চাইল্ড লাইনে খবর যায়। ইতিমধ্যেই তৃণমূল নেতার ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে হাঁসখালিতে সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।