পিতৃপক্ষে পুজো উদ্বোধন নয়। শ্রীভূমি থেকে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। খুলে গেল বিখ্যাত পুজো মণ্ডপের দ্বার। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ। অসুস্থ হয়ে জেল হাসপাতালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। জামিন চেয়ে গেলেন সুপ্রিম কোর্টেও। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় ৭ সদস্যের বিশেষ কমিটি। পুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম। কানপুরে বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জয় রোহিতদের।
হেডলাইন:
আরও শুনুন: 29 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- বন্যা ভুলে উৎসব নয়, উত্তরবঙ্গ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. পুজোর উদ্বোধন নয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে জানালেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। তাঁর কথায়, “ধর্ম, শাস্ত্র – এসব আমিও কিছুটা জানি।” তবে মঙ্গলবার থেকেই উৎসবের সূচনা হয়ে গেল। এমনটা ঘোষণা করেছেন মমতা। এদিন শ্রীভূমিতে গিয়ে মুখ্যমন্ত্রী উৎসবের শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতির কথাও উল্লেখ করলেন। ফের ডিভিসি-কে তোপ দাগেন মমতা। মনে করিয়ে দেন, উৎসবের পাশাপাশি বন্যাদুর্গত মানুষদের সাহায্যের কথা ভুললে চলবে না। এখনও যাঁরা ত্রাণশিবিরে, তাঁদের জন্য শুকনো খাবারের প্যাকেট দিতে হবে, যাতে খাবারের অভাব না ঘটে। পাশাপাশি যানজট নিয়েও সতর্ক করলেন। নিত্যযাত্রীদের যাতে অসুবিধা না হয়, এমনটাই সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর। এদিন আরও তিনটি নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এদিন থেকেই দর্শকদের জন্য শ্রীভূমির বিখ্যাত পুজোমণ্ডপের দুয়ার খুলে গেল।
2. সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আপাতত অসুস্থ হয়ে জেল হাসপাতালে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সোমবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে সিবিআই পার্থকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। জানা গিয়েছে, সেই আবেদন মঞ্জুর হয়েছে। এদিকে, দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর হয়ে শীর্ষ আদালতে আবেদন করেন আইনজীবী মুকুল রোহতগি। জামিন মামলা গ্রহণ করে বিচারপতিরা নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে। এই মামলায় সব পক্ষকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। পুজোর পর শুনানির সম্ভাবনা। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করল সিবিআই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।