একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। নিয়োগ দুর্নীতিতে ধৃত এস পি সিনহার বাড়িতে হানা সিবিআই-এর। উদ্ধার ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা। ডিভিশন বেঞ্চেও বহাল নিয়োগ বাতিলের রায়। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ রূপান্তরকামীদের। বিবিসি তথ্যচিত্রের ছায়া জি-২০ বৈঠকেও। ব্রিটেনকে কড়া বার্তা বিদেশমন্ত্রী এস জয়শংকরের। ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ মামলায় ৭ আইসিস জঙ্গির ফাঁসির হুকুম এনআইএ আদালতে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ফের টান আমজনতার হেঁশেলে। ৩ রাজ্যের ভোট মিটতেই এলপিজি-র দাম বাড়াল কেন্দ্র। রাজ্যে একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। যার জেরে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এবার খরচ হবে ১,১২৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের মূল্যও বাড়ল ৩৫০ টাকা। নতুন বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও তার আঁচ পড়েনি গৃহস্থের উপর। কিন্তু মোদি সরকারের নয়া ঘোষণায় এবার নাভিশ্বাস গৃহস্থ থেকে ব্যবসায়ীদের। যদিও কেন্দ্রের দাবি, নির্বাচনের জেরে নয়, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণেই বাড়ল দাম। একইসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, বাংলার মানুষের সমস্যা হচ্ছে কারণ তাঁদের হাতে টাকা নেই। এদিকে গ্যাসের দাম বাড়ানোয় একযোগে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা। কংগ্রেসের কটাক্ষ, হোলির ‘উপহার’ হিসাবেই গ্যাসের দাম বাড়িয়েছে মোদি সরকার। ক্ষমতায় ফিরলে ৫০০ টাকার কমে গ্যাসের দাম বেঁধে দেওয়া হবে বলেও এদিন আমজনতাকে আশ্বাস দিয়েছে কংগ্রেস।
2. শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যে ফের মিলল টাকার পাহাড়। দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে এবার সিবিআই হানা। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এসপি সিনহার বাড়ি থেকেও উদ্ধার বিপুল টাকা ও সোনার গয়না।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেপ্তার হয়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। তাঁকে জেরা করে নিত্যনতুন তথ্য মিলছে বলে খবর। অভিযোগ, এজেন্ট, সাব এজেন্টরা যা টাকা তুলছে তার সিংহভাগ যেত এসএসসির প্রাক্তন উপদেষ্টার কাছে। সেই টাকার বিনিময়ে প্রচুর সম্পত্তি কিনেছিলেন তিনি। জানা গিয়েছে, বেনামে বাইপাসের ধারে একটি ফ্ল্যাট কিনেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। খবর পেয়ে বুধবার সন্তোষপুরের সেই ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। তল্লাশি চালিয়ে দেড় কেজি সোনার গয়নার পাশাপাশি ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছেন আধিকারিকেরা। মিলেছে সম্পত্তি ও নিয়োগ সংক্রান্ত নথিও। একইসঙ্গে ১৫০০ চাকরিপ্রার্থীর নামের তালিকাও উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।