কেন্দ্রে পুনরায় সরকার গড়তে চলেছে এনডিএ-ই। একাধিক সমীক্ষক সংস্থার তথ্যে মিলল ইঙ্গিত। বাংলাতেও সম্ভাবনা বিজেপির আসন বাড়ার। লোকসভার শেষ দফায় ভাগ্যনির্ধারণ একঝাঁক হেভিওয়েটের। দেশের ৫৭ আসনে গড় ভোট ৫৮.৩৪ শতাংশ। ফের ভোটদানের হারে শীর্ষে বাংলা। শেষ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি বাংলায়। তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি। তাপপ্রবাহের তাণ্ডবে জ্বলছে গোটা দেশ। ৩৬ ঘণ্টায় গরমের বলি ৪৫, দেশে মৃত বেড়ে ৮৭। তীব্র দাবদাহে প্রাণ হারালেন একাধিক ভোটকর্মী।
হেডলাইন:
আরও শুনুন: 31 মে 2024: বিশেষ বিশেষ খবর- তাপপ্রবাহের জেরে মৃত্যুমিছিল দেশে, প্রাণহানি অন্তত ৫৪ জনের
আরও শুনুন: 30 মে 2024: বিশেষ বিশেষ খবর- মোদির মতো ঘৃণাভাষণ করেননি কোনও প্রধানমন্ত্রী, তোপ মনমোহন-এর
বিস্তারিত খবর:
1. হ্যাটট্রিকের পথেই মোদি সরকার। বুথফেরত সমীক্ষায় মিলছে সেই ইঙ্গিত। এই সমীক্ষা বা এক্সিট পোল যদিও ফলাফল নয়, তবু ভোটের শেষে সেদিকেই নজর থাকে দেশবাসীর। সমীক্ষক সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তথা এনডিএ। একাধিক সংস্থার মতে, মোদির নেতৃত্বে বিজেপি এবং এনডিএ জোট ফিরতে চলেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই। প্রায় প্রত্যেক সংস্থার তথ্যের গড় জানাচ্ছে, ৩০০ থেকে সাড়ে তিনশোর বেশি আসন পেতে পার তারা। রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী, ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। India News D Dyanmics-এর মতে এনডিএ পেতে পারে ৩৭১ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ১২৫টি আসন। Jan Ki Baat-এর মতে এনডিএ-র আসন সংখ্যা হতে পারে ৩৬২ থেকে ৩৯২। ইন্ডিয়া জোট পেতে পারে ১৪১-১৬১টি আসন।
বাংলার ক্ষেত্রেও ফলাফল চমকপ্রদ হতে পারে বলে ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়। সমীক্ষক সংস্থা, সি-ভোটারের মতে, বাংলায় ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭ আসন। তৃণমূলের আসন সংখ্যা হবে ১৩-১৭। বাম-কং জোট পেতে পারে ১-৩টি আসন। NDTV India-Jan ki Baat সমীক্ষার তথ্য অনুযায়ী বাংলায় বিজেপি ২১টি আসন পেতে পারে। সামগ্রিক ভাবে দেশে যা ইঙ্গিত তাতে শেষ হাসি হাসতে পারে গেরুয়া শিবিরই।
2. শনিবার সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচন। এদিনই ভাগ্যপরীক্ষা হয়ে গেল খোদ নরেন্দ্র মোদি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক হেভিওয়েটের। ভোট দিলেন যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
তবে গত পাঁচ দফার মতো সপ্তম দফাতেও ভোটদানে অনীহা দেশবাসীর। বিকেল পাঁচটা পর্যন্ত ৫৮.৩৪ শতাংশ ভোট পড়েছে গোটা দেশে। অন্য দিকে সপ্তম দফাতেও এগিয়ে বাংলা। সবার নিচে ঠাঁই হল বিহারের। বিকেল ৫টা অবধি বাংলার ৯ আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল বসিরহাটে, ৭৬.৫৬ শতাংশ। ৭০ শতাংশের বেশি ভোটদানের হার জয়নগর, মথুরাপুর, বারাসাত, ডায়মন্ড হারবার, যাদবপুরে। ৫৯.২৩ শতাংশ ভোটদানের হারে সবচেয়ে পিছিয়ে রইল কলকাতা দক্ষিণ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।