গান স্যালুটে চিরবিদায় কেকে-র। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তে খারিজ অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব। নজরুল মঞ্চে বন্ধ হতে চলেছে সমস্ত কলেজ ফেস্ট। মেয়রের কাছে সুপারিশ কেএমডিএর। কেকে-র মৃত্যুতে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে রাজ্য। আর্থিক দুর্নীতির মামলায় বেকায়দায় কংগ্রেস। ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুল-সোনিয়াকে সমন ইডি-র। ৮ জুন হাজিরা দিতে হবে ইডির দপ্তরে।
হেডলাইন:
আরও শুনুন: 31 মে 2022: বিশেষ বিশেষ খবর- মুখ খোলা বারণ, দিলীপকে কড়া নির্দেশ বিজেপি নেতৃত্বের
আরও শুনুন: 30 মে 2022: বিশেষ বিশেষ খবর- জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা পর্ষদের
বিস্তারিত খবর:
1. রবীন্দ্র সদনে গান স্যালুটে চিরবিদায় জানানো হল প্রয়াত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-কে। ফুল দিয়ে গায়ককে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন শিল্পীর স্ত্রী জ্যোতি কৃষ্ণ এবং পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথও।
বুধবার বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিমানবন্দরে নয়, রীতি অনুযায়ী প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানো হবে রবীন্দ্র সদনেই। তারপর পরিবারের সদস্যরা দেহ নিয়ে রওনা দেবেন মুম্বইয়ে। সেইমতোই এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের পর কেকে-র মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে।
এদিকে কেকে-র মৃত্যুর পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই কেকে প্রয়াত হয়েছেন মনে করা হলেও সমস্ত দিক খতিয়ে দেখারই সিদ্ধান্ত নেয় পুলিশ। তবে বুধবার ময়নাতদন্তের পর খারিজ হয়ে যায় অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব।
2. সংগীতশিল্পী কেকে-র অকালপ্রয়াণের পর নজরুল মঞ্চে কলেজ ফেস্ট হওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। আপাতত সেখানে সমস্ত কলেজের সোশ্যাল বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। ইতিমধ্যেই এ ব্যাপারে মেয়র ফিরহাদ হাকিমকে প্রস্তাব দিয়েছে কেএমডিএ।
চারদিক ঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত নজরুল মঞ্চে আসন সংখ্যা মেরেকেটে ২,৭০০। অথচ সূত্রের খবর, মঙ্গলবার প্রিয় শিল্পীকে দেখতে ভিড় জমিয়েছিলেন অন্তত ৭০০০ অনুরাগী। প্রচণ্ড গরম এবং স্পটলাইটের আলোতে অসুবিধা হওয়ার কথা জানিয়েছিলেন কেকে। সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে আয়োজকদের দিকে। এই পরিস্থিতিতে এদিন সকালেই কেএমডিএ সুপারিশ করেছে যে, আপাতত কোনও কলেজ ফেস্টের জন্য নজরুল মঞ্চকে ব্যবহার করা যাবে না। আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন কেএমডিএ-র বোর্ড চেয়ারম্যান এবং পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।