সংবিধান না মেনে কাজ করছেন রাজ্যপাল। রাজ্যপাল শুধু বিজেপি কর্মীদের বাড়িতে কেন, প্রশ্ন তৃণমূলের। ভাল কাজে বাড়বে মেয়াদ, মানুষকে পরিষেবা না দিলে কড়া শাস্তি। ভাবী পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি অভিষেকের। ‘বাম-কংগ্রেস তৃণমূলের বি টিম’, দাবি শুভেন্দুর। পালটা দিলেন কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে ফের তলব ইডির। জেলবন্দি পার্থর আংটি-কাণ্ডে পদক্ষেপ কারাদপ্তরের। মহারাষ্ট্রে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত অন্তত ২৫। গুজরাট দাঙ্গা মামলায় আরও বিপাকে সমাজকর্মী তিস্তা শেতলবাদ।
হেডলাইন:
আরও শুনুন: 29 জুন 2023: বিশেষ বিশেষ খবর- পঞ্চায়েতের আগে নন্দীগ্রামের আইসি বদল, রাজনীতি যোগের দাবি ওড়াল শাসক দল
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের কার্যকলাপ নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পর্বের হিংসার জেরে কড়া অবস্থান নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ক্যানিং থেকে কালিম্পং সর্বত্র ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তিনি। আক্রান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকও করছেন। সাধারণ মানুষ যাতে নিজেদের যাবতীয় অভাব অভিযোগ জানাতে পারেন, তার জন্য ‘কমপ্লেন বুক’ও চালু করেছেন তিনি। আর রাজ্যপালের এই কর্মকাণ্ডকে একহাত নিয়েই এবার স্পিকারের দাবি, “আইনশৃঙ্খলার বিষয়টি সুনিশ্চিত করা রাজ্যের কাজ। এটি রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। কিন্তু সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল।” রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বদলে রাজ্যপাল অতিসক্রিয়তা দেখাচ্ছেন, তোপ স্পিকারের।
এদিকে ক্যানিং, ভাঙড়ের পর ভোট ‘সন্ত্রস্ত’ কোচবিহারের দিনহাটায় গিয়েছেন রাজ্যপাল। হাসপাতালে গিয়ে তিনি কথা বলেন রাজনৈতিক হিংসায় জখম নেতা-কর্মীদের সঙ্গে, যান নিহত দুই বিজেপি কর্মীর বাড়িতেও। বেছে বেছে কেন নিহত বিজেপি কর্মীদের বাড়িতেই যাচ্ছেন রাজ্যপাল, সেই প্রশ্ন তুলে আনন্দ বোসকে কড়া তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
2. পঞ্চায়েত ভোটে জিতলেও কাজে গাফিলতি বরদাস্ত করবে না দল। আলিপুরদুয়ারের ফালাকাটায় জনসভা থেকে ভাবী পঞ্চায়েত প্রধানদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, “আমি নিজে তিনমাস পরপর ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা করব। কেউ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাঁকে বাদ পড়তেই হবে। আর ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে।” পাশাপাশি নির্দল প্রার্থীদের তৃণমূলে জায়গা নেই বলে এদিন ফের সতর্ক করলেন অভিষেক।
শনিবার ফালাকাটায় ভোটের প্রচারে গিয়ে যথারীতি বিজেপিবিরোধিতায় সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচির মাঝে তাঁকে সিবিআই তলব নিয়েও এদিন বিজেপিকে তোপ দাগেন তিনি। সরব হন কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতেও। বকেয়া আদায়ের জন্য ভোটের পরই কর্মীদের নিয়ে দিল্লিতে ধরনায় বসবেন তিনি, জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।