বাজেটে দাম কমল রত্ন, মোবাইল চার্জার সহ একাধিক দ্রব্যের। আয়করে ছাড় নেই মধ্যবিত্তের। বুধবার থেকে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ৯টায়। বাড়ছে মেট্রোর সংখ্যাও। নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। রাজ্যেও নিম্নমুখী অ্যাকটিভ কেস। ২৭ ফেব্রুয়ারিই হবে ১০৮টি পুরসভার ভোট। IPL নিলামে উঠছেন ৫৯০ জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন মনোজ-ঋদ্ধিমান সহ বাংলার ১৪ জন।
হেডলাইন:
আরও শুনুন: 31 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ২০২২-২০২৩ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেটের মূল ফোকাস গরিবের কল্যাণ। মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপরই প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বাজেট দেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। গরিবদরদী বাজেট।” পাশাপাশি তাঁর মতে, দেশের অর্থনৈতিক অগ্রগতির দিকে যেমন এগিয়ে দেবে এবারের বাজেট, তেমনই সাধারণ মানুষের জন্য অনেক নতুন সুযোগও এনে দেবে এবারের বাজেট। অতিমারীর কথা উল্লেখ করে মোদি বলেন, ১০০ বছর পরে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মধ্যেই বিকাশের নতুন বিশ্বাস নিয়ে এসেছে এবারের বাজেট। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও অনেক নতুন সুযোগ এনে দেবে এবারের বাজেট। প্রধানমন্ত্রী বলেন, ”আরও পরিকাঠামো, আরও বিনিয়োগ,আরও বৃদ্ধি, আরও কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে এবারের বাজেট। এনেছে একেবারে এক নতুন এক সম্ভাবনা। গ্রিন জবসের সুযোগ। এককথায় বাজেট নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।
এবারের বাজেটে সস্তা হচ্ছে পোশাক, হীরে এবং মূল্যবান রত্ন, ইমিটেশনের গয়না, জুতো, চামড়ার ব্যাগ, পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, স্টিলের উপজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার ও কৃষি সরঞ্জাম। পাশপাশি দাম বাড়ছে বিদেশি ছাতা, বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্যের। শুনে নেওয়া যাক বাজেটে উল্লেখযোগ্য ঘোষণাগুলি-
১) ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
২) আয়করে ছাড় নয়, জোর করকাঠামোর সরলীকরণে
৩) প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি
৪) চলতি বছরই শুরু 5G পরিষেবা
৫) দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা
৬) দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে RBI
৭) রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটির তহবিল
৮) ৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন
৯) ২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা
১০) পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল
১১) জাতীয় পেনশন প্রকল্পে করছাড় ১৪ শতাংশ
১২) চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা
2. ২০২২-২০২৩ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়করে প্রত্যাশিত ছাড় মিলল না মধ্যবিত্তের জন্য। এদিকে করপোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে হল ১৫ শতাংশ। বাজেটে নেই নতুন কোনও প্রকল্পের কথাও। বরাদ্দ কমেছে ‘১০০ দিনের কাজ’ প্রকল্পে। বাজেটকে পরিকল্পনাহীন বলে একযোগে সরব বিরোধীরা। কেন্দ্রের তুমুল সমালোচনা করে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “এই বাজেট থেকে আমজনতার প্রাপ্তি শূন্য। সরকারের বড় বড় কথা পুরোপুরি সারমর্মহীন। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষ। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা এই বাজেট।” একই সুর রাহুল গান্ধী, শশী থারুর, অমিত মিত্র-দের গলাতেও।
মঙ্গলবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনার ধাক্কা সামলে মূলত পরিকাঠামো খাতে ব্যয় সামলাতে রাজ্যগুলিকে সাহায্য করবে কেন্দ্র। এজন্য ১ লক্ষ কোটি টাকার তহবিল তৈরি করবে কেন্দ্র সরকার। এই তহবিল থেকে রাজ্যগুলি ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ নিতে পারবে। এদিন তিনি আরও জানিয়েছেন, জিএসটি থেকে সর্বকালীন সর্বোচ্চ আয় হয়েছে গত অর্থবর্ষে। ২০২২-২০২৩ আর্থিক বর্ষে ডিজিটাল রুপি আনবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ডিজিটাল ব্যাংকিং কেন্দ্র, ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরি করার কথাও এদিন ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।