মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের। আশঙ্কা দাম বাড়ার।বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির শিকার বাংলার যুবক। কোনক্রমে বেঁচে ফিরলেন বেলঘরিয়ার যুবক। ঢাকায় ‘হেনস্তা’র শিকার হিন্দু মহিলা সাংবাদিক। গ্রেপ্তারির খবর অস্বীকার পুলিশের। যৌনকর্মীদের সামাজিক সুরক্ষায় বিশ্বে প্রথম চালু যৌনকর্মীদের পেনশন। যুগান্তকারী আইন বেলজিয়ামে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ইতিমধ্যেই রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। ব্যবসায়ীদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সমস্ত বর্ডারে আলুর ট্রাক আটকে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকে চালককে কেস দিয়ে চালান করে দিচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত তাঁদের। গত ২৩ নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। কিন্তু তারপরেও আলুর দাম প্রায় ৪০-এর দোরগোড়ায়। ব্যবসায়ীদের আরও অভিযোগ, হিমঘর থেকে বেরলেও আলু রপ্তানি করা যাচ্ছে না। তাই আলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকী সীমান্তে পাঠানো আলুবোঝাই ট্রাক আটকে দেওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। যার জেরেই ধর্মঘটের হঁশিয়ারি তাঁদের। এর ফলে আলুর দাম আচমকা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
2. বাংলাদেশে বেড়াতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিলেন বেলঘরিয়ার যুবক। কোনক্রমে বেঁচে ফিরে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। গত ২৩ নভেম্বর বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। ইতিমধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। ২৬ নভেম্বর রাতে সায়নের ফেরার কথা ছিল কলকাতায়। সন্ধেবেলা বন্ধুর সঙ্গে সামনের বাজারে গিয়েছিলেন। আর সেসময়ই অতর্কিত হামলা হয় তাঁর উপর। ভারতীয় হিন্দু জানার পরই রীতিমতো নির্যাতন চলে তাঁর উপর। পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা কিছু হয়নি। মাথায়, শরীরে আঘাত নিয়ে সায়ন বেসরকারি হাসপাতালে গেলেও একে একে তিনটি হাসপাতালে মেলেনি চিকিৎসা। শেষে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা হয়। মাথায় চারটে, মুখে দুটো সেলাই পড়েছে। মুখের ভিতরে সহ হাত-পায়েও ক্ষত হয়েছে। শনিবার লুকিয়ে তিনি দেশে ফিরে আসেন। বাংলাদেশে সংখ্যালঘুরা যে সুরক্ষিত নন, দেশে ফিরে তা সোচ্চারেই জানিয়েছেন সায়ন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।