রাজ্যের মানচিত্রে যুক্ত হচ্ছে আরও সাত জেলা। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার রদবদল রাজ্যের মন্ত্রিসভাতেও। এসএসসি নিয়োগ নিয়ে পদক্ষেপ রাজ্যের। পুজোর আগেই শুরু ২১ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া। বদল নিয়োগের নিয়মেও। প্রয়োজনে ৫ বছরের আগেও মিলবে বদলির সুযোগ। কমনওয়েলথে বাজিমাত হাওড়ার অচিন্ত্য শিউলির। সোনাজয়ীকে অভিনন্দন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। টুইটে শুভেচ্ছা শচীনেরও।
হেডলাইন:
আরও শুনুন: 31 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ‘আমার কোনও টাকা নেই’, জল্পনা উসকে ফের দাবি পার্থর
বিস্তারিত খবর:
1. রাজ্যের মানচিত্রে যুক্ত হল আরও সাত জেলা। সোমবার নবান্নে বৈঠকের পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সাতটি জেলা হল- বহরমপুর, কান্দি, সুন্দরবন, বসিরহাট, ইছামতী, রানাঘাট এবং বিষ্ণুপুর। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য আগেই বড় জেলাগুলি ভাঙার পরিকল্পনা নিয়েছিলেন মমতা। সেই সিদ্ধান্তই কার্যকরী হল এবার। পাশাপাশি এদিনের বৈঠকের পর মন্ত্রিসভায় রদবদলের জল্পনায় কার্যত সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর ৪৩ জনের মন্ত্রিসভা গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে প্রয়াত রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। তাঁদের দপ্তরগুলির ভার আপাতত অন্য মন্ত্রীদের বণ্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, সদ্য ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর চারটি দপ্তর সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এবার এই তিন শূন্যপদে নতুন মুখ আনার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, “৫-৬ জন নতুন আসতে পারে। তিন, চার জনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দল, সংগঠনের কাজে লাগানো হবে।” এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কারও নাম না করে কড়া বার্তা দেন মন্ত্রিসভার সদস্যদের। তাঁর কথায়, ”দল বা সরকার কোনওভাবে অস্বস্তিতে পড়ে, এমন কোনও কাজ করবেন না।” এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে ছড়িয়েছে জল্পনা। চর্চায় উঠে এসেছে উদয়ন গুহ, বাবুল সুপ্রিয়, তাপস রায়ের নামও। তবে কে বা কারা মন্ত্রিত্ব পাবেন, আর কাদের উপর কোপ পড়তে পারে, বুধবারই তা নিশ্চিত ভাবে জানা যাবে। পাশাপাশি, এদিন রদবদল করা হয়েছে তৃণমূলের চেয়ারম্যান ও জেলা সভাপতি পদেও। ফলে ‘এক ব্যক্তি এক পদ নীতি’-ও মন্ত্রিসভার রদবদলে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
2. পাখির চোখ আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে উত্তরবঙ্গের তিন জেলা- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সোমবার সাংগঠনিক বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে দলের নেতা-কর্মীদের অভিষেকের স্পষ্ট বার্তা, “পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি চলবে না। থানায় গিয়ে ব্যক্তিগত ক্ষমতা দেখানো নয়। প্রশাসনিক কাজেও ব্যক্তিগত ক্ষমতা দেখানো চলবে না।” আরও একবার জনসংযোগে জোর দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনের খোলনলচে বদলানোর দিকে নজর তৃণমূলের। মূলত ব্লকস্তরের নতুন কমিটি তৈরির আগে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা সারলেন অভিষেক। তবে এই নামের তালিকা তৈরির ক্ষেত্রে সমন্বয় রাখার বার্তাও দিয়েছেন তিনি। ইতিমধ্যে আগস্ট মাসের শ্রমিক ক্যালেন্ডার তৈরি করেছে জলপাইগুড়ি জেলা নেতৃত্ব। সেই অনুযায়ী, মনে করা হচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বরের বড় সভায় উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।