ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গে মমতা-অভিষেক। নির্বাচনী বিধিভঙ্গের প্রসঙ্গ টেনে সাফাই মুখ্যমন্ত্রীর। ফোনে খোঁজ নিলেন শাহ, উদ্বেগ প্রকাশ মোদির। জলপাইগুড়ি মেডিক্যালে বিক্ষোভের মুখে শুভেন্দু। বাধা সত্ত্বেও সাক্ষাৎ দুর্যোগে আহতদের সঙ্গে। ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে দিলীপ। ভোটের আবহে বাড়ল গরমের ছুটি। মে মাসের শুরুতে বন্ধ হচ্ছে রাজ্যের প্রায় সমস্ত স্কুল। ভোটের জন্য আগে থেকেই ছুটি জেলার স্কুলে। আরও বিপাকে কেজরি। ইডি হেফাজত শেষে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী।
হেডলাইন:
আরও শুনুন: 31 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- মহুয়ার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ, ভোটের প্রচার শুরু মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. প্রবল ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত উত্তরের তিন জেলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে কথা বলেছেন আহতদের সঙ্গেও। প্রথমে জলপাইগুড়ি তার পরদিন আলিপুরদুয়ার ছুটে যান মমতা। এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। তাঁদের সব অভাব, অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিপর্যয় মোকাবিলায় প্রশাসন ভালো কাজ করছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, খাবারের ব্যবস্থা করেছে।” একইসঙ্গে নির্বাচনী বিধির প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “বিপদের সময় কি আর আচরণবিধি মেনে চলা যায়?” মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন অভিষেক। এর পরই বিরোধীদের নিশানা করে বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে এসেছেন তৃণমূল নেত্রী। কেউ কেউ দূরে বসে টুইট করেই দায় সারলেন।” পাশাপাশি এত ক্ষতির জন্য কেন্দ্রকেই নিশানা করলেন অভিষেক। তাঁর দাবি, সকলে আবাস যোজনার ঘর পেলে এত ক্ষতি হত না। যদিও, ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলপাইগুড়ি ও অসমে মোট ৭ জনের মৃত্যুর খবরে X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন তিনি। এদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের খবর নিতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বেগ প্রকাশ করে দুর্গতদের সববরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অমিত শাহ।
2. উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে হাসপাতালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে জলপাইগুড়ি মেডিক্যালে পৌঁছতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও সেসবকে গুরুত্ব না দিয়েই ভিতরে চলে যান শুভেন্দু। আহতদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন বিরোধী দলনেতা। আশ্বাস দেন পাশে থাকার। এর পর সেখান থেকে তিনি চলে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। ত্রাণ শিবিরেও যান শুভেন্দু। অন্যদিকে, ঝড় নিয়েও বেফাঁস মন্তব্য করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। জলপাইগুড়ির এই বিপর্যয়কে ভোটের সঙ্গে এক সুতোয় জুড়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর কথায়, “ঝড় তো উত্তরবঙ্গে শুরু হয়েছে। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড় শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।” পালটা বিজেপি নেতাকে একহাত নিয়েছে তৃণমূল। নেতাকে তোপ দেগে বাংলার শাসকদলের দাবি, “দিলীপ ঘোষ শুধুমাত্র খবরে থাকবেন বলে প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি করছেন।” এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর আক্রমণের জেরে দিলীপকে শোকজ করে কমিশন। শোকজের পরিপ্রেক্ষিতে ক্ষমা চাওয়ার পরেও বিজেপি নেতাকে কড়া ভর্ৎসনা করেছে নির্বাচন কমিশন। এই আবহে উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে মুখ খুলে ফের বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।