মুখ্যমন্ত্রীর টানা ধরনার পরেই মিলল সুখবর। একাধিক প্রকল্পের বকেয়া মেটানোয় সায়। রাজ্যকে প্রায় ১২০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত মোদি সরকারের। রামনবমীতে হাওড়ায় অশান্তির তদন্তে সিআইডি। এলাকায় জারি ১৪৪ ধারা, টহল র্যাফের। কার্যকারণ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। মেয়ো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ওলটাল বাস। যাত্রীদের উদ্ধার করল পুলিশ, মৃত ১, গুরুতর আহত ২ যাত্রী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরাজয় কলকাতার। ম্যাচে আগাগোড়া দাপট ছিল পাঞ্জাবেরই। পালটা লড়াই রাসেল, ভেঙ্কটেশের। ডাকওয়ার্থ-লুইসে ৭ রানে হার নাইটদের।
হেডলাইন:
আরও শুনুন: 31 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- হাওড়ার অশান্তিতে বিজেপিকে দুষলেন মমতা, উদ্বেগ প্রকাশ শাহ-র
আরও শুনুন: 30 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ধরনা থেকে ‘দিল্লি চলো’-র ডাক, বিরোধী ঐক্যের সুর বেঁধে দিলেন মমতা
বিস্তারিত খবর:
1. কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ধরনা দেওয়ার পরেই আর্থিক প্রাপ্তির খবর পেল রাজ্য। নবান্ন সূত্রে খবর, ধরনা কর্মসূচি মেটার দু’দিনের মধ্যেই মিড ডে মিল খাতে ৬৩৮ কোটি টাকা ও সমগ্র শিক্ষা মিশন বাবদ ৫৭৬ কোটি টাকা অর্থাৎ সর্বমোট প্রায় ১২০০ কোটি রাজ্যকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে ইতিমধ্যেই এই বরাদ্দ অর্থ মেটানো নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বাংলায়।
মিড ডে মিল ও অন্যান্য প্রকল্পের পাওনা আটকে রেখেছিল কেন্দ্র, বারবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল সরকার। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকানোর দাবি জানিয়ে কেন্দ্রের দরবার করেছে বঙ্গ বিজেপি। এদিকে রাজ্যে এসে অন্যান্য প্রকল্প খতিয়ে দেখার পাশাপাশি স্কুলে স্কুলে ঘুরে মিড ডে মিলের মান পরীক্ষা করে গিয়েছে কেন্দ্রের একাধিক প্রতিনিধি দল। এরপরই এই খাতে বকেয়া ৬৩৮ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। পাশাপাশি মেটানো হবে সমগ্র শিক্ষা মিশন বাবদ ৫৭৬ কোটি টাকাও। বকেয়া মেটানো প্রসঙ্গে তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেন, “রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেও কোনও খুঁত পায়নি কেন্দ্র। তাই টাকা পাঠাতে বাধ্য হল তারা।” বঙ্গ বিজেপি মিথ্যা অভিযোগ করছে দাবি করে তাঁর হুঁশিয়ারি, এর ফল মিলবে ভোটবাক্সে। যদিও এর পালটা দিয়েছে বিজেপি শিবির। এই রাজ্য পুরোটাই কেন্দ্রের অনুদাননির্ভর, এই মর্মে রাজ্যকে তোপ দেগেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
2. রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় অশান্তির ঘটনায় এবার তদন্তের ভার নিল সিআইডি। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত করছিল হাওড়া সিটি পুলিশই। তবে এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বেগ প্রকাশ, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিবৃতির পরেই তদন্তভার বর্তাল সিআইডি-র হাতে। পাশাপাশি পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজভবনের বিশেষ সেলও, শনিবার শিলিগুড়ি থেকে তা জানিয়েছেন রাজ্যপাল।
তবে দু’দিনের অশান্তির পর শনিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া এবং শিবপুর থানা এলাকা। শুক্রবার সন্ধের পর থেকে জিটি রোডে যানচলাচল শুরু হয়। এদিন দোকানপাট খোলার পাশাপাশি রাস্তা সংলগ্ন এলাকায় বাজারও বসতে দেখা গিয়েছে। তবে এখনও ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই কোনও জায়গাতেই পাঁচজনের বেশি জমায়েত করতে দিচ্ছে না পুলিশ। এলাকায় টহল দিচ্ছে র্যাফ, মাইকিংও করা হচ্ছে পুলিশের তরফে। কোনও কোনও এলাকায় এখনও বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে রামনবমীর দিন ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যদিও এ রাজ্যে আসার আগেই বিজ্ঞপ্তি জারি করে ৬ সদস্যের প্রতিনিধি দল জানিয়েছে, রামনবমীর মিছিলের রুট বদল করা হয়নি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই অশান্তি ছড়িয়েছে তৃণমূল, দাবি তুলে রাজ্য সরকারকে তোপ দেগেছে বিজেপির প্রতিনিধি দল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।