তুঙ্গে শ্রীলঙ্কার রাজনৈতিক ডামাডোল। পলাতক প্রেসিডেন্ট রাজাপক্ষে। ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীও। রাষ্ট্রপতি ভবনের দখল নিল জনতা। আগামী সোমবারই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর। করোনা আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেন। পরপর দুদিন ৩০০০ ছুঁইছুঁই রাজ্যের সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফও।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাজনৈতিক ডামাডোল তুঙ্গে উঠল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। নিরাপত্তা ভেঙে রাষ্ট্রপতি ভবনের দখল নিল বিক্ষোভকারীরা। প্রাণভয়ে বাসভবন ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশের এই অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাজাপক্ষের দলেরই ১৬ সাংসদ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে সর্বদলীয় বৈঠকে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। রাজপথে নামা অসংখ্য মানুষের মধ্যে এদিন দেখা গিয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যকেও।
বিদেশি ঋণের বোঝায় ভেঙে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। অর্থনৈতিক দুরবস্থার জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগ দাবি করেছে দেশবাসী। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, এই আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানীতে কারফিউ জারি করা হয়েছিল আগেই। কিন্তু প্রশাসনের বাধা মানেনি উন্মত্ত জনতা। শনিবার রাজধানী কলম্বোর প্রতিবাদ মিছিলে পৌঁছানোর জন্য রেল কর্তৃপক্ষকে ট্রেন চালাতে বাধ্য করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি এবং কাঁদানে গ্যাস ছুঁড়লেও বিক্ষোভকারীদের দমানো যায়নি। যদিও এখনও পদত্যাগ করতে নারাজ রাজাপক্ষে। সূত্রের খবর, সেনার সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।
2. প্রতীক্ষার অবসান। ১১ জুলাই অর্থাৎ আগামী সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। যাত্রী পরিষেবা শুরু হবে বৃহস্পতিবার, ১৪ জুলাই থেকে। মেট্রো রেলেই এবার শিয়ালদহ থেকে পৌঁছনো যাবে সেক্টর ফাইভে। সব ঠিকঠাক থাকলে শিয়ালদহ মেট্রো স্টেশনেরর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
এদিকে কেন্দ্রীয় নারী-শিশুকল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে মেট্রোর কোনও যোগ সে অর্থে নেই। এ রাজ্যের সাংসদও নন তিনি। এই পরিস্থিতিতে উদ্বোধক হিসেবে স্মৃতির নাম থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল মেট্রোর অন্দরেও। এর মধ্যেই নয়া বিতর্ক উসকে দিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগ, অসৌজন্যের রাজনীতি করছে কেন্দ্র। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। প্রকল্পের জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে রাজ্য। প্রয়োজনীয় জমির দাম ছিল ৬০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী সেই টাকাও ছাড় দিয়েছেন। তারপরেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মেট্রোর উদ্বোধন করা হচ্ছে।” সব মিলিয়ে উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো নিয়ে তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।