করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক মোদির। করোনাকালে মানবিক উদ্যোগ রাজ্য সরকারের। আক্রান্তদের বাড়িতে পৌঁছবে খাবার। সোমবার থেকে চালু ‘হোম ডেলিভারি’ পরিষেবা। কোভিড পরিস্থিতিতে বাতিল গোয়া সফর। সিদ্ধান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভারতীয় জলসীমান্তে অনুপ্রবেশ পাকিস্তানি নৌকার। গুজরাটে আটক ১০ নাবিক-সহ জলযান।
হেডলাইন:
আরও শুনুন: 8 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- অতিমারী আবহে ভোট ঘোষণা ৫ রাজ্যে, ৭ দফায় ভোট উত্তরপ্রদেশে
বিস্তারিত খবর:
1. দেশের একাধিক শহরে জারি কড়া বিধিনিষেধ, নাইট কারফিউ। দ্রুতহারে টিকাকরণ চলছে দেশ জুড়ে। তবুও হুহু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রবিবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। পজিটিভিটি রেট রাতারাতি বেড়ে ১০.২১ শতাংশ। প্রসঙ্গত, এর আগে গত ২৪ ডিসেম্বরও একটি কোভিড বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটের আঁচ করতে শুরু করেছেন দেশের গবেষকরা। সেদিনের বৈঠকে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছিলেন অতিমারীর বিরুদ্ধে দেশের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। তারপর গত কয়েকদিনে দেশে প্রতিদিনই লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। তাই সংক্রমণের মোকাবিলায় আশু কর্তব্য নিয়েই রবিবার বিকেল সাড়ে চারটের সময় ফের বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
2. ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। রবিবার ‘বাংলার গর্ব মমতা’ টুইটার হ্যান্ডল থেকে টুইট করে জানানো হয়েছে, “রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।” সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে বলে খবর।
গত লকডাউনেও রাজ্যের তরফে মানুষের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবারও যাতে দুঃস্থ মানুষরা খাবার পান, তা জেলাশাসকদের দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, এবার শুকনো খাবারের পাশাপাশি পৌঁছে দেওয়া হবে রান্না করা খাবারও। করোনাকালে যাতে কোনও মানুষ অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।