ভরা সভায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। টুইটে শোকবার্তা মোদির। জাতীয় শোক ঘোষণা নয়াদিল্লির। অমরনাথ গুহার কাছে মর্মান্তিক বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টির জেরে ভেসে গেল পুণ্যার্থীদের ক্যাম্প। মৃত অন্তত ৮ পুণ্যার্থী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ। স্বস্তি নেই দেশের করোনা পরিসংখ্যানে। একদিনে ফের আক্রান্ত ১৯ হাজারের কাছাকাছি। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যও। প্রায় ৩ হাজার ছুঁল রাজ্যের দৈনিক সংক্রমণ।
হেডলাইন:
আরও শুনুন: 6 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ‘কালী’ পোস্টার বিতর্কে অনড় মহুয়া, গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ বিজেপির
বিস্তারিত খবর:
1. আততায়ীর গুলিতে প্রাণ হারালেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর দিকে গুলি চালায় এক আততায়ী। সূত্রের খবর, তেৎসুয়া ইয়ামাগামি নামে ওই হামলাকারী জাপানের নৌসেনার প্রাক্তন কর্মী। নীতিগত বিরোধিতার কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছে সে। এদিন গুলিবিদ্ধ হয়ে মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় আবেকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
আবে-র মৃত্যুসংবাদে টুইটে শোকপ্রকাশ করে এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন আবে। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত।” জাতীয় শোক ঘোষণা করে নয়াদিল্লি জানিয়েছে, আগামী কাল অর্থাৎ শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
2. কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাঁচামির প্রস্তাবিত প্রথম কয়লা প্রকল্পে জমিদাতা পরিবার থেকে ২৬০ জনকে জুনিয়র কনস্টেবল পদের নিয়োগপত্র দেওয়া হল। শুক্রবার নিজে হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
বীরভূমের মহম্মদবাজারে প্রস্তাবিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই কয়লা প্রকল্প ঘিরে তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। এই পরিস্থিতিতে গত বছর নভেম্বর মাসে বিধানসভায় দাঁড়িয়ে একটি মানবিক প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁরা এই প্রকল্পের জন্য স্বেচ্ছায় জমি দান করবেন, তাদের পরিবারের মধ্যে থেকে মনোনীত সদস্যকে জুনিয়র কনস্টেবল পদে প্রাথমিকভাবে চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, যোগ্য ভিত্তিতে আরও উচ্চপদেও নিয়োগ করা হতে পারে। সেইমতোই যে আড়াই হাজার জমিদাতা জমি দিতে রাজি হয়েছেন, তাঁদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর এদিন জেলাপুলিশের পক্ষ থেকে ২৬০ জনকে নিয়োগপত্র দেওয়া হল। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই মানবিক প্যাকেজই প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত করছে, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।