লোকসভায় টার্গেট ৪০ আসন।তৃণমূলের আসন কমলে ক্ষতি বাংলারই, সাফ বার্তা সাংসদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত কংগ্রেস নেতা বায়রন বিশ্বাসের। শুভেন্দুর ‘কনভয়ে’ যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে CID। নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তৃণমূলের। ১৫ দিনের মধ্য়ে মেটাতে হবে সমস্যা। কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে সময় বেঁধে দিল খাপ পঞ্চায়েত। আগামী সপ্তাহেও থাকবে গরমের দাপট।
হেডলাইন:
আরও শুনুন: 5 মে 2023: বিশেষ বিশেষ খবর- বিরোধী জোটের ডাক, মোদিকে হটাতে একের সঙ্গে একের লড়াই চান মমতা
আরও শুনুন: 6 মে 2023: বিশেষ বিশেষ খবর- ‘নিষ্ঠুর, বিবেকহীন’, চণ্ডীপুরে যুবকের মৃত্যুতে শুভেন্দুকে তোপ অভিষেকের
বিস্তারিত খবর:
1. আসন্ন লোকসভা নির্বাচনে ৪০ আসন টার্গেট করে লড়াইয়ে নামছে তৃণমূল। শনিবার ভগবানগোলার বুথ অধিবেশনে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আগামী দিনে রাজ্যে ৪০ আসনের টার্গেট নিয়ে আমাদের ঝাঁপাতে হবে।” এর আগে রাজ্যে এসে অমিত শাহ ৩৫ আসনের টার্গেট দিয়েছিলেন। তারই পালটা এবার শোনা গেল অভিষেকের গলায়। এদিন মুর্শিদাবাদবাসীর উদ্দেশে অভিষেকের বার্তা, ভোট ভাগাভাগিতে আখেরে ক্ষতি মানুষেরই। তৃণমূলের আসন কমে গেলে বঞ্চিত হতে হবে জনতাকে। একসময়ের কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে অভিষেক কার্যত বলেই দিলেন, কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ মানুষের নিজেদের বিপদ ডেকে আনা। তাঁর কথায়, “একটা আসন কমলে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু তৃণমূলের আসন কমলে বাংলার মানুষ বঞ্চিত-লাঞ্ছিত হবে। তাই আগামী দিনে আমাদের ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে।” এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। তাঁর কর্মসূচিতে অভাবনীয় সাড়া মিলেছে। নির্বাচনেও মানুষের এই সমর্থন থাকবে, এই বিশ্বাস রেখেই বাংলার সর্বকালের রেকর্ড ভেঙে ৪২টির মধ্যে ৪০টি আসনকে টার্গেট করলেন অভিষেক।
2. মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান কংগ্রেস নেতা বায়রন বিশ্বাস। আগামী সপ্তাহে কলকাতায় আসছেন বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক। সেসময়ই তিনি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার উন্নয়ন নিয়েই কথা বলবেন তিনি। সম্প্রতি সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের উদ্দেশে অভিষেক বলেছিলেন, সাগরদিঘির উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন বায়রন। তাঁর এহেন বার্তার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেস বিধায়ককে কাছে টানার চেষ্টা করছে তৃণমূল। যদিও অভিষেকের এই পরামর্শের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বায়রন বিশ্বাস। তিনি বলেন, “আগামী ১১ মে কলকাতায় যাচ্ছি ব্যক্তিগত কাজে। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব। আমি এখানকার বিধায়ক হয়েছি অনেকদিন হয়ে গেল। কিন্তু এলাকায় উন্নয়নের কাজ শুরু করতে পারিনি। এবার সেই কাজের জন্যই মুখ্যমন্ত্রীর কাছে যাব।” তবে দলবদলের প্রসঙ্গ কার্যত উড়িয়েই দিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।