সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী। বাদল অধিবেশনের আগেই বাড়তি অক্সিজেন কংগ্রেসের। ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের মিষ্টি বিলি অধীরের। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মানিক ভট্টাচার্যের স্ত্রীর। দিল্লির আদালতে খারিজ অনুব্রতর আরজিও।ইংরেজি মিডিয়াম স্কুলেও এবার বাধ্যতামূলক বাংলা। বিধ্বংসী আগুন দিল্লি এইমসে, ছড়াল আতঙ্ক। আপাতত সংক্রমণমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। মণিপুর হিংসায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। গড়া হল তিন মহিলা বিচারপতির কমিটি।
হেডলাইন:
আরও শুনুন: 05 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- সিপিএমের জন্যই রাজ্যে ভরাডুবি বামেদের, ব্রিগেড থেকে তোপ SUCI-এর
বিস্তারিত খবর:
1. সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী। লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের নির্দেশ মোতাবেক ওয়ানড়ের সাংসদের পদ ফিরে দেওয়া হয়েছে রাহুলকে। রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উল্লাসে মাতলেন কংগ্রেস কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে নাচগান জুড়ে দেন তাঁরা। ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই এই খবর পেয়ে মিষ্টি বিলি করেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা।
সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। তবে তার আগেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়। মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। সেই সময়ে সংসদে রাহুলের উপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাবে কংগ্রেসকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাহুল গান্ধী সংসদে ফিরতেই বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনকে হাতিয়ার করে তাদের তোপ, চিনা প্রোপাগান্ডা ছড়াতে সিদ্ধহস্ত একটি সংবাদমাধ্যমকে তদন্তের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে কংগ্রেস। এর জন্য কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন, এমনটাই ইঙ্গিত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের।
2. নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন। গ্রেপ্তারির ৬ মাসের মাথায় শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। চলতি বছরের জানুয়ারিতে জামিনের আবেদন জানান শতরূপা। সেই সময় তাঁর জামিনের আরজি খারিজ হয়ে যায়। তবে সোমবার এই ইস্যুতে ইডি’র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এতদিনেও শতরূপা ভট্টাচার্য যে টাকা নিয়েছেন সেই প্রমাণ দেখাতে পারেনি ইডি। এই ইস্যুতে বিরক্তি প্রকাশ করেই মানিক-ঘরনির জামিনের নির্দেশ দেন বিচারপতি। জানা গিয়েছে, ১ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন শতরূপা ভট্টাচার্য। তবে আদালতের নির্দেশে পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে। তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার ৪ ‘অযোগ্য’ শিক্ষক। আলিপুর বিশেষ সিবিআই আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় তাদের। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পাশাপাশি এদিন ফের আদালতে জামিনের আরজি জানিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। মন্ত্রী হিসাবে তাঁর কোনও ভূমিকা ছিল না বলেই বিচারককে জানান পার্থ। এদিকে, শারীরিক অসুস্থতার উল্লেখ করে রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। কিন্তু এদিন ফের খারিজ হয়ে গেল তৃণমূল নেতার জামিনের আবেদন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।