‘নির্দয়, নিষ্ঠুর, বিবেকহীন’, চণ্ডীপুরের দুর্ঘটনা নিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের। মুর্শিদাবাদে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে আঁতাত নিয়ে বিঁধলেন অধীরকেও। মণিপুরের হিংসার জেরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আটকে পড়া নাগরিকদের উদ্ধারে বাংলায় চালু হেল্পলাইন।কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে মিছিল সরকারি কর্মীদের।অমর্ত্যর পাশে দাঁড়িয়ে বোলপুরে প্রতিবাদ সভা বিশিষ্টদের। ৭০ বছর পর ব্রিটেনের সিংহাসনে নতুন রাজা। চেন্নাই এক্সপ্রেসে ফের ধাক্কা রোহিতদের।
হেডলাইন:
আরও শুনুন: 4 মে 2023: বিশেষ বিশেষ খবর- ‘এনআরসি হবে না, আমি গ্যারেন্টার’, মালদহ থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 5 মে 2023: বিশেষ বিশেষ খবর- বিরোধী জোটের ডাক, মোদিকে হটাতে একের সঙ্গে একের লড়াই চান মমতা
বিস্তারিত খবর:
1. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই ইস্যুতেই মুর্শিদাবাদের রানিনগরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বিরোধী দলনেতার গাড়ি একজনকে পিষে দিয়ে চলে গেল। দুর্ঘটনার পর যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তাঁর গাড়ি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলে গেল! তাহলে ভাবুন, এঁরা ক্ষমতায় থাকলে কী না কী করত!” শুভেন্দুকে অমানবিক, নিষ্ঠুর, নির্দয়, বিবেকহীন বলে তোপ দেগেছেন অভিষেক। মৃতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুধু বিজেপিকেই নয়, একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধেও এদিন সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি। কংগ্রেস-বিজেপি আঁতাত নিয়ে সরব হয়ে অভিষেকের দাবি, সাগরদিঘির ভোটের ফল প্রকাশের পরই রামনবমীতে হিংসা ছড়িয়েছে গেরুয়া শিবির। এমনকী, এনআরসি কার্যকর করার জন্য নতুন করে হুঙ্কার দিতে শুরু করেছে তারা। তবে তাঁর বক্তব্য, সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার। কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন কংগ্রেস বিধায়ক, এই মর্মে এদিনের সভা থেকে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকেও বার্তা দিলেন অভিষেক।
2. জনজাতির বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরে অশান্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছে সেনা। মণিপুরের এই পরিস্থিতিতে উদ্বেগপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে চালু করলেন হেল্পলাইন নম্বরও। শনিবার টুইটে তিনি লিখেছেন, “মণিপুর থেকে আর্ত মানুষের বার্তা পাচ্ছি। আমি ওখানকার মানুষজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। দেশের নানা প্রান্তের মানুষজন ওখানে আটকে রয়েছেন। রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। সকলকে বলছি, আপনারা শান্তি বজায় রাখুন।”
মণিপুরের সংঘর্ষে এখনও পর্যন্ত ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। প্রাণহানির আশঙ্কায় মানুষজন রাজ্য ছেড়ে পালাচ্ছেন অসম ও অন্যান্য প্রতিবেশী রাজ্যে। এই অবস্থায় মণিপুরের আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে মমতা জানালেন, যাঁরা অশান্ত মণিপুর থেকে বাংলায় ফিরে আসতে চান, তাঁরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে সাহায্য পাবেন। হেল্পলাইন নম্বর – ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩৫১৮৫। মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় করে মানুষজনকে উদ্ধার করতে হবে বলে মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।