মহুয়া মৈত্রের মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। তৃণমূল সাংসদের গ্রেপ্তারির দাবিতে সরব শুভেন্দু অধিকারী। টুইটে পালটা দিলেন নেত্রী। মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের। গ্রেপ্তারির দাবিতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি প্রধানমন্ত্রীর কাছেও। লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনতা। এক বছরে রান্নার গ্যাসের দাম বাড়ল ২৪৪ টাকা। কেন্দ্রকে তীব্র আক্রমণ তৃণমূল-সহ বিরোধীদের।
হেডলাইন:
আরও শুনুন: 4 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, শেষ ইচ্ছা মেনে দেহদান এসএসকেএম-এ
বিস্তারিত খবর:
1. ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। মহুয়ার এই মন্তব্যকে সমর্থন করছে না দল বলে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরেই টুইটারে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডলকে আনফলো করেছেন মহুয়া। এবার তৃণমূল সাংসদের গ্রেপ্তারির দাবিতে সরব হলেন বিজেপির কর্মী-সমর্থকরা। টুইটে পালটা দিলেন মহুয়াও।
ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে রঘুনাথপুর এবং রবীন্দ্র সরোবর থানায় FIR দায়ের হয়েছে। এদিন বউবাজার থানায় ডেপুটেশন জমা দিয়ে মহুয়া মৈত্রর গ্রেপ্তারির দাবিতে সরব হন বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ভবানীপুরে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেও একই প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে সর্বোচ্চ আটদিন সময় বেঁধে দিলেন তিনি। এর মধ্যে পদক্ষেপ না করা হলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। যদিও টুইটে বিজেপিকে তুলোধোনা করে মহুয়া মৈত্র লিখেছেন, “বিজেপির যা ইচ্ছে করে নিতে পারে। আমি দেবী কালীর উপাসক। আমি কাউকে ভয় পাই না।”
2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের। এরপরই টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো মানুষজন। এধরনের মানুষজনকে এবার গ্রেপ্তার করা দরকার।”
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করে মমতাকে বিঁধেছেন তিনি। স্বাভাবিকভাবে তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। আর এরপরেই বিজেপি নেতার মন্তব্যের সমালোচনায় সোচ্চার হলেন অভিষেক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।