রাজ্যে বামেদের ভরাডুবির জন্য দায়ী সিপিএম-ই। ব্রিগেডের সমাবেশ থেকে একদা জোটসঙ্গীকেই তোপ এসইউসিআইয়ের। তোষাখানা মামলায় ফের বিপাকে ইমরান খান। ৩ বছরের কারাবাস, ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের। আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাধীনতা দিবসে বন্দিমুক্তি নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা, জারি থাকবে আর্দ্রতাও। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।কলকাতা লিগে জয়ের ধারা জারি রাখল মোহনবাগান।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ৩৫ বছর পর ব্রিগেডে জাতীয় সমাবেশ এসইউসিআই-এর। দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের জন্মশত বার্ষিকী উপলক্ষে এই সমাবেশে উপচে পড়ল ভিড়। ভিনরাজ্য থেকেও যোগ দিলেন সমর্থকেরা। এই সময়ের জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে কথা বলার পাশাপাশি একদা জোটসঙ্গী সিপিএম-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন নেতারা। তাঁদের বক্তব্য, বিজেপির মতো ধর্মীয় বিভাজন কিংবা বুর্জোয়া শ্রেণির সঙ্গে ঘনিষ্ঠতার রাজনীতিতে সমর্থন নেই দলের। কমরেড প্রভাস ঘোষের দাবি, ৩৪ বছর বুর্জোয়া হয়ে শোষণ করেছে সিপিএম। এখন শক্তিক্ষয়ের পর কংগ্রেসের হাত ধরেছে তারা। রাজ্যে বামেদের ভরাডুবির জন্য সিপিএম-কেই দায়ী করলেন এসইউসিআই নেতারা। একইসঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের ‘ব্যর্থতা’ থেকে বিরোধীদের INDIA জোটকেও একযোগে বিঁধেছেন তাঁরা। তাঁদের মতে, পুঁজিবাদ, অশান্তির মতো সমস্যাগুলির শুরু কংগ্রেস আমলেই, যাকে বিজেপি আরও বাড়িয়ে তুলেছে। প্রলেতারিয়ান রাজনীতিই একমাত্র বিকল্প, এ কথা বলে বামপন্থীদের ঐক্যবদ্ধ জোটের পক্ষেই এদিন সওয়াল করলেন এসইউসিআই নেতা।
2. তোষাখানা মামলায় বড় ধাক্কা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাবাসের সাজা শোনাল জেলা ও দায়রা আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে তাঁকে। অনাদায়ে আরও ৬ মাস জেলে থাকতে হবে। পাক আইন বলছে, আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না তিনি। রায় ঘোষণার পরেই ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর গ্রেপ্তারির খবর ছড়াতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখতে শুরু করেছেন ইমরানের দলীয় সমর্থকেরা।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন পদের অপব্যবহার করেছিলেন ইমরান খান, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার সামগ্রী সরকারি ভাণ্ডার বা তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তিনি, অভিযোগ এমনটাই। আর সেই মামলাতেই এবার শাস্তি পেলেন ইমরান। এদিকে চলতি বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। মুসলিম নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের আমলে দেশের আর্থিক পরিস্থিতি বেহাল, ফলে জনপ্রিয়তা বাড়ছিল ইমরানের। কিন্তু ভোটের আগে এই রায় পিটিআই প্রধানের ক্ষমতায় ফেরার পথে কাঁটা হয়ে দাঁড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।