প্রায় ৫০% বাড়ল করোনা সংক্রমণ। বাংলায় একদিনে আক্রান্ত ৯ হাজারেরও বেশি। করোনা চিকিৎসায় নয়া স্বাস্থ্যবিধি জারি স্বাস্থ্যভবনের। ফের হদিশ মিলল নয়া স্ট্রেনের। ওমিক্রনের থেকেও সংক্রামক IHU। দুঃস্থ কোভিড রোগীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। নির্ধারিত সময়েই হবে ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বাংলায় রেকর্ড করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৭৩ জন। তার মধ্যে কলকাতায় সংক্রমিত ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সোমবারের তুলনায় একধাক্কায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাস।
এদিকে কোভিডের তৃতীয় ঢেউ আটকাতে রাজ্যে চিকিৎসা ব্যবস্থায় নয়া স্বাস্থ্যবিধি জারি করল স্বাস্থ্যভবন। সূত্রের খবর, মনোক্লোনাল অ্যান্টিবডি এবং মলনুপিরাভির নিয়ে কেন্দ্রের তরফে কোনও নির্দেশ আসেনি। এমনকী কেন্দ্রীয় গাইডলাইনেও এর উল্লেখ নেই। তাই এই দুটি পদ্ধতি করোনার চিকিৎসা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্যভবন। বদলে জ্বর, শ্বাসকষ্ট কমাতে ইনহেলার ব্যবহার, মন্টিয়ার LC বা মন্টিকক ট্যাবলেট ব্যবহারে জোর দেওয়া হয়েছে। নয়া স্বাস্থ্যবিধিতে বলা হয়েছে, সব করোনা রোগীকে হাসপাতালে ভরতি নেওয়া যাবে না। যাঁদের শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি বা তার বেশি, বারবার জ্বর আসছে, পালস রেট কম, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তাঁদেরই হাসপাতালে ভরতির সুপারিশ করা হয়েছে নতুন গাইডলাইনে। উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত রোগীদের বাড়িতেই আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছে নয়া কোভিড প্রোটোকল।
2. গোটা বিশ্বে নতুন করে দাপাতে শুরু করেছে করোনা। সৌজন্যে মারণ ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন। এই পরিস্থিতিতে আরও উদ্বেগের খবর শোনাল ফ্রান্স। সেদেশে সন্ধান মিলল আরেক নতুন করোনা স্ট্রেনের। এই নয়া স্ট্রেনের নামকরণ করা হয়েছে IHU।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪৬ বার মিউটেশনের মধ্যে দিয়ে গিয়েছে এই স্ট্রেনটি, যা ওমিক্রনের থেকেও বেশি। ফলে টিকার সুরক্ষাবলয় পেরিয়ে সংক্রমিত করার ক্ষমতা এর আরও বেশি। IHU স্ট্রেনটিতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ফ্রান্সের ১২ জন নাগরিক। তাঁরা সকলেই আফ্রিকার দেশ ক্যামেরুনে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে ওই স্ট্রেনটির উৎস সেখানেই কি না তা এখনও জানা যায়নি।
ওমিক্রনের দাপটের মধ্যে ফের একটি নতুন স্ট্রেনের খোঁজ মেলায় প্রশ্ন জাগছে, তাহলে কি অচিরেই ওমিক্রনকে সরিয়ে এটাই সংক্রমণের প্রধান স্ট্রেন হয়ে উঠবে? কিন্তু গত ১০ ডিসেম্বর এই স্ট্রেনের প্রথম সংক্রমণের খোঁজ মিললেও এতদিনে ১২ জনের খোঁজ মিলল, যারা এর দ্বারা সংক্রমিত হয়েছেন। সুতরাং IHU-এর পক্ষে সংক্রমণের প্রধান স্ট্রেন হয়ে ওঠার সম্ভাবনা কম বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।