লরির ধাক্কায় ছাত্রমৃত্যুতে অগ্নিগর্ভ বেহালা। আটক ঘাতক লরির চালক।পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মোদি পদবি মামলায় রাহুলের সাজায় সুপ্রিম স্থগিতাদেশ। সাংসদ পদ ফেরানোর চেষ্টায় সক্রিয় কংগ্রেস। জ্ঞানবাপী মামলায় ফের খারিজ মসজিদ পক্ষের আরজি। আর্থিক দুর্নীতিতে এবার নাম বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। বিধানসভায় ভোটাভুটিতে পাশ উপাচার্য নিয়োগে সার্চ কমিটি বিল। কেদারনাথ যাত্রার পথে ফের মর্মান্তিক দুর্ঘটনা।
হেডলাইন:
আরও শুনুন: 02 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- ফ্ল্যাট দুর্নীতি নিয়ে অভিযোগ ওড়ালেন নুসরত, মুখ খুললেন মমতাও
আরও শুনুন: 01 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- আইনশৃঙ্খলা নিয়ে ফের সুপ্রিম ভর্ৎসনার মুখে মণিপুর সরকার
বিস্তারিত খবর:
1. পথ দুর্ঘটনায় ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল বেহালা। শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা সরোজ সরকার। বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের কাছে রাস্তা পার হওয়ার সময় উলটো দিক থেকে আসা দ্রুতগতির লরি পিষে দেয় বাবা ও ছেলেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের। গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছেন তার বাবা। এলাকাবাসীদের অভিযোগ, সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ না করার জেরেই ঘটেছে দুর্ঘটনা। ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে পুরো এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ক্ষুব্ধ মানুষের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে এই দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপেরই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধে নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে থেকে ঘাতক লরির চালককে আটক করে পুলিশ। ঘটনা নিয়ে লালবাজারের রিপোর্ট তলব করেছে নবান্ন। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি।
2. মোদি পদবি মামলায় এবার বড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলকে দোষী সাব্যস্ত করে যে দু’বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাটের সুরাট আদালত, সেই রায়ে এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাহুল। আর সেই আবেদনের চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত এই মামলায় রাহুলকে কোনও শাস্তি পেতে হবে না, জানাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। যার অর্থ, সাংসদ ফিরে পাওয়া আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়ার ক্ষেত্রে আপাতত আর বাধা থাকছে না রাহুল গান্ধীর। তবে তা অনেকটাই নির্ভর করছে স্পিকারের সিদ্ধান্তের উপর। সংসদীয় রাজনীতিতে রাহুলের পুনরায় সক্রিয় হতে তাই আরও খানিকটা সময় লাগবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে, এদিনের স্থগিতাদেশ আসার পরেই রীতিমতো উৎসবের মেজাজ ধরা পড়ে কংগ্রেস দপ্তরে। রাহুল নিজেও এদিন একটি ট্যুইট করে জানান, সত্যের জয় হবেই। পাশাপাশি তিনি উল্লেখ করে দেন যে, ভারতবর্ষের ধারণা রক্ষা করা তাঁর কর্তব্য, এবং সেই কাজ তিনি আগামীতেও করে যাবেন। সত্যের জয়সূচক ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এদিকে এই স্থগিতাদেশ বিরোধী জোট ‘ইন্ডিয়া’কেও অক্সিজেন জোগাল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন জোটের অন্যতম মুখ তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন এ বিষয়ে। তিনি জানান, এই রায়ের ফলে বিজেপিবিরোধী লড়াই আরও শক্তিশালী হল। ট্যুইট করে রায়কে স্বাগত জানিয়েছেন অখিলেশ যাদবের মতো বিজেপি বিরোধী শিবিরের অন্য নেতারাও। সামগ্রিক ভাবে এদিনের স্থগিতাদেশকে বিজেপিবিরোধী লড়াইয়ে বড় জয় হিসাবেই দেখছে কংগ্রেস এবং বিরোধী শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।