নিরাপত্তা বলয় এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বাংলায় দ্রুত ক্ষমতা দখল করবে বিজেপি। জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রত্যয়ী অমিত শাহ। মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে শোচনীয় হার উদ্ধব শিবিরের। পরিচালক তরুণ মজুমদারের স্বাস্থ্যে ফের অবনতি। নূপুর প্রসঙ্গে সাফাই কেন্দ্রীয় আইনমন্ত্রীর। উদ্বেগ বাড়াচ্ছে করোনা।
হেডলাইন:
আরও শুনুন: 2 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- পুরীর গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী-হামলা, ভাঙচুর ভোগ রান্নার ২০টি উনুন
আরও শুনুন: 1 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ‘নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন’, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
বিস্তারিত খবর:
1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়লেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এমনকী গোটা রাত বাড়ির ভিতরেই তিনি ছিলেন তিনি। ঘটনাটি ঘটে শনিবার রাতে। জানা গিয়েছে, রাতভর সেখানে থাকার পর সকালে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে দেখতে পান। ইতিমধ্যেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে বা কার প্ররোচনায় মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের নজর এড়িয়ে ঢুকেছিলেন ওই ব্যক্তি, তা এখনও স্পষ্ট হয়নি। অভিযুক্ত মানসিকভাবে সুস্থ কি না, তাও পরীক্ষা করা হবে বলে খবর। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এমন চাঞ্চল্যকর ঘটনায়, প্রশ্ন উঠেছে তাঁর নিরাপত্তা নিয়েও। জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা এ খবর নিশ্চিত করে জানান, সন্দেহজনক উদ্দেশ্যেই ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন বলে অনুমান। বিষয়টি বিশেষ জোর দিয়ে খতিয়ে দেখছে লালবাজার। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করার চিন্তাভাবনাও করা হচ্ছে।
2. ক্ষমতা হারানোর পর, এবার স্পিকার নির্বাচনেও বড় ধাক্কা উদ্ধব ঠাকরের। বড় ব্যবধানে জয় পেল শিব সেনার ক্ষমতাসীন গোষ্ঠী। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির প্রার্থী রাহুল নরবেকর পেয়েছেন ১৬৪টি ভোট। আর বিরোধী শিবিরের প্রার্থী রাজন সালভি পেয়েছেন মোটে ১০৭টি ভোট। বস্তুত জোটসঙ্গী কংগ্রেস এবং এনসিপির সমর্থন পেলেও শিব সেনার গুটিকয়েক বিধায়কই উদ্ধব ঠাকরের সঙ্গ দিয়েছেন। রবিবার স্পিকার নির্বাচনের আগে শিব সেনার দুই তরফই দলীয় বিধায়কদের উদ্দেশ্যে হুইপ জারি করেছিল। কিন্তু বিদায়ী ডেপুটি স্পিকার তথা কংগ্রেস বিধায়ক নরহরি জিরওয়াল উদ্ধব শিবিরের হুইপকে মান্যতা দিয়েছিলেন। যেসব শিব সেনা বিধায়ক রাজন সালভির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তারা হুইপ উপেক্ষা করেছেন বলে নথিভুক্তও করেছেন। ডেপুটি স্পিকারের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই এই বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ বাতিলের দাবিতে আগামী দিনে সরব হবতে পারে উদ্ধব সেনা। তবে নতুন স্পিকার রাহুল নরবেকর এসে ঠাকরে শিবিরের করা বিধায়কপদ বাতিলের আবেদন খারিজ করে দেবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, নতুন স্পিকারের কাছে শিণ্ডে দাবি করতে পারেন তাঁর শিবিরই আসল শিব সেনা। কারণ শিণ্ডের হাতে এখন শিব সেনার দুই-তৃতীয়াংশ বিধায়কের সমর্থন আছে। সেক্ষেত্রে দলের উপর থেকেও কর্তৃত্বের রাশ হারাতে পারেন উদ্ধব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।