‘বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রের সব সরকারই।’ দিল্লিতে দাঁড়িয়ে কংগ্রেসকেও নিশানা অভিষেকের। বঞ্চনা নয়, আইনের গেরোয় আটকে বাংলার বকেয়া। কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান দিয়ে সাফাই গিরিরাজ সিং-এর। তৃণমূলের অভিযানের মাঝেই দিল্লিতে পালটা আন্দোলন চাকরিপ্রার্থীদের। মডার্না ও ফাইজার ভ্যাকসিন নির্মাতাদের স্বীকৃতি দিল নোবেল কমিটি। এশিয়ান গেমসে পদকের দৌড় জারি ভারতের। মহিলাদের লং জাম্প ও স্টিপলচেজে এল রুপো। বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে হকির সেমিফাইনালে দেশ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. একশো দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে দিনভর দিল্লিতে একাধিক কর্মসূচি তৃণমূলের। যার নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রের সব সরকারই’, এই মর্মেই দিল্লি থেকে সরব হলেন নেতা। এই মন্তব্যে কংগ্রেস আমলকেই কি নিশানা করলেন অভিষেক, জল্পনা রাজনৈতিক মহলে।
সোমবার রাজঘাটে গান্ধীমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে কর্মসূচি শুরু হয় তৃণমূলের। “বাংলার বকেয়া দেওয়া হোক এখনই”, এই প্ল্যাকার্ড নিয়েই সত্যাগ্রহ শুরু করেন দলের নেতা-কর্মীরা। যদিও রাজঘাট থেকে সময়ের আগেই তৃণমূল কর্মী-সমর্থকদের বের করে দেয় দিল্লি পুলিশ। এর পর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক। তবে তাও মাঝপথে থামিয়ে দিতে হয় তাঁকে। অভিষেকের দাবি, দলীয় কর্মীদের উপর অত্যাচার করেছে পুলিশ। বাঁকুড়ায় ঘর ভেঙে মৃত্যুর দায় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের উপর চাপিয়ে তিনি সাফ বলেন, কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এদিকে রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার চেষ্টা হয়েছে, এমন বিস্ফোরক অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তৃণমূলের দিল্লি অভিযান ঘিরে উত্তেজনা জারি রইল দিনভর। মঙ্গলবার কৃষিভবনে কর্মসূচির পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠকে বসবে তৃণমূল।
2. বঞ্চনা নয়, আইনের গেরোতেই আটকে গিয়েছে বাংলার শ্রমিকদের কাজের পাওনা অর্থ। নইলে ইউপিএ জমানার থেকে এনডিএ-র আমলে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে অনেকটাই। তৃণমূলের দিল্লি অভিযানের মাঝেই পরিসংখ্যান তুলে ধরে এমনটা দাবি করলেন কেন্দ্রের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং।
সোমবার তৃণমূলের ধরনার আগের দিন শীর্ষ নেতৃত্বের তলবে তড়িঘড়ি দিল্লি পৌঁছন সুকান্ত মজুমদার-সহ বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রী। মনে করা হচ্ছিল, রাজধানীতে তৃণমূলের পালটা কোনও কর্মসূচি করতে পারেন তাঁরা। কিন্তু দিল্লির কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার সাফ জানান, “তৃণমূলের পালটা কোনও কর্মসূচি আমাদের নেই। দিল্লিতে নাটক করছে তৃণমূল। বাংলার কৃষক, শ্রমিকদের টাকা আটকে গিয়েছে আইনে। বেআইনিভাবে ১০০ দিনের কাজ করানো হয়েছে।” তাঁর আরও দাবি, “কেন্দ্রের তরফে একাধিকবার পর্যবেক্ষক দল বাংলার কাজ দেখতে এসেছিল। তারা দেখে রাজ্য সরকারকে সতর্ক করেছিল। ৩ বার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবস্থা নেয়নি সরকার।” পাশাপাশি এদিন সকাল থেকে X হ্যান্ডলে একাধিক পোস্ট করে প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য বরাদ্দের খতিয়ান তুলে ধরেছেন মন্ত্রী গিরিরাজ সিং। বরাদ্দ নিয়ে ইউপিএ আমলের সঙ্গে এনডিএ-র তুলনাও করেছেন তিনি। একইসঙ্গে প্রকল্পের নামবদলে ‘দুর্নীতি’ নিয়ে রাজ্যকে পালটা চাপ কেন্দ্র এবং বিজেপির। তৃণমূলের পালটা কর্মসূচি হিসেবে এদিন কলকাতায় বিক্ষোভ শুরু করেছে বিজেপি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।