ইন্দোনেশিয়ার ম্যাচে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪। শাস্তির মুখে অভিযুক্ত ক্লাব আরিমা এফসি। রিপোর্ট তলব করল ফিফাও। গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিও। লালবাহাদুর শাস্ত্রীকেও স্মরণ দেশের নেতাদের। পুজোকে সামনে রেখে লড়াইয়ের নতুন ‘সহজপাঠ’ শেখাচ্ছে সিপিএম। অ আ ক খ চেনাতে হাতিয়ার দুর্নীতি বিরোধিতা। এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট ঘিরে জটিলতা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের হিংসাত্মক হয়ে ওঠার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৪। সেদেশের ফুটবল নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে এই লিগের সমস্ত ম্যাচ। আগামী এক বছর অভিযুক্ত ক্লাব আরিমা এফসির ঘরের মাঠে আরও কোনও ম্যাচ আয়োজন করা হবে না। সেই সঙ্গে সমর্থকদের আচরণের তীব্র নিন্দা করেছেন সংস্থার প্রধান। এই মর্মান্তিক ঘটনার বিশদ রিপোর্ট তলব করা হয়েছে ফিফার তরফ থেকে। ফিফার নিয়মে উল্লেখ করা হয়েছে, কোনও পরিস্থিতিতেই জনতার উপর কাঁদানে গ্যাস বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। সেই নিয়ম ভাঙারও অভিযোগ উঠেছে পূর্ব জাভা থানার পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশি তদন্তের পাশাপাশি আলাদা করে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন।
২। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই দিনে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিবস। দুই উপলক্ষ্য মিলিয়েই শ্রদ্ধা জানিয়েছেন দেশের নেতারা। গান্ধী জয়ন্তীকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উল্লেখ করে টুইট করেছেন রাষ্ট্র সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রবিবার সকালেই দিল্লির রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বরাবরের প্রথা মেনে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গান্ধীজী ও শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটারেও বার্তা দিয়েছেন মোদি। দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে থাকা শাস্ত্রীর জীবনের কিছু ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। রাজঘাটে গিয়ে গান্ধীজীকে শ্রদ্ধা অর্পণ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীও। তাৎপর্যপূর্ণভাবে তাঁর সঙ্গী ছিলেন কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন খাড়গে। তবে ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকার কারণে এদিন রাহুল গান্ধীকে রাজঘাটে দেখা যায়নি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।