‘চব্বিশে পরিবর্তন আসবেই’, লোকসভার আগে ফের বিরোধী জোটে শান মমতার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেল প্রাথমিকের জোড়া মামলা। মামলার দায়িত্ব পেলেন নয়া বিচারপতি অমৃতা সিনহা। বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের দ্বন্দ্বে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। নোবেলজয়ীর বাড়ির সামনে অবস্থানে বসুন বিধায়করা, জমিজটের জেরে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদি পদবি নিয়ে মানহানি মামলায় আপাতত ছাড় নয় রাহুলকে। জেলযাত্রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ মিলল না গুজরাট হাই কোর্টেও। বিলকিস বানো মামলায় নয়া মোড়। আদালতে পেশ করা হবে অভিযুক্তদের মুক্তি সংক্রান্ত নথি।
হেডলাইন:
আরও শুনুন: 30 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- ‘২৪০ আসন তৃণমূলের’, ছাব্বিশের বিধানসভার টার্গেট বেঁধে দিলেন অভিষেক
বিস্তারিত খবর:
1. তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফের জনসংযোগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদেরও জোট বাঁধার ডাক দিলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গেই মমতার বার্তা, চব্বিশের লোকসভা ভোটে বিরোধীরা একজোট হলে পরিবর্তন আসবেই।
২০২১ সালে এই দিনেই তৃতীয়বারের জন্য বাংলার শাসনক্ষমতায় আসে তৃণমূল সরকার। এদিন তার সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে উন্নয়নের খতিয়ান দিয়েও তাঁর আক্ষেপ, ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বঞ্চনা করা হচ্ছে রাজ্যকে। তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সীমিত সাধ্যের মধ্যেই কাজ করে যাচ্ছে বলে সন্তোষ প্রকাশ করলেন মমতা। মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য মন্ত্রীদেরও পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে আক্রমণ শানিয়ে মমতার বক্তব্য, “নির্বাচনের সময় এক কথা, আর নির্বাচন শেষ হয়ে গেলে হাওয়া হয়ে যান।” তাঁর স্পষ্ট বার্তা, ”আমি বিরোধীদের সকলকে বলছি, আসুন, একজোট হোন আর বিজেপিকে হারান।” সরকার প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে চব্বিশের ভোটকে পাখির চোখ করেই লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. সুপ্রিম নির্দেশের পরই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গিয়েছিল প্রাথমিকের দু’টি মামলা। তাঁর থেকে মামলার নথিও চেয়ে পাঠিয়েছিলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট সিদ্ধান্ত নিল, এই দুটি মামলার দায়িত্ব দেওয়া হবে বিচারপতি অমৃতা সিনহাকে। এবার তাঁর বেঞ্চেই চলবে প্রাথমিকের সৌমেন নন্দী ও রমেশ মালিকের দু’টি মামলা।
নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। তার আগেই শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে জোর করে অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে ইডি-সিবিআই। এই প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই জেরা করতে পারে বলেই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলায় উঠে আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভিতে ইন্টারভিউ দেওয়ার কথাও। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওই মামলা থেকে সরানো হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী এবং কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।