পুরীর গুণ্ডিচা মন্দিরে ব্যাপক হামলা দুষ্কৃতীদের। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবার অনলাইনেই। নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি লালবাজারের। ভাটপাড়ায় শুটআউট। মালদহে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে স্কুলবাস। রাজ্যে সামান্য নিম্নমুখী কোভিড-গ্রাফ। এজবাস্টন টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড।
হেডলাইন:
আরও শুনুন: 1 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ‘নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন’, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
আরও শুনুন: 30 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মহারাষ্ট্রে চমক, ফড়ণবিস নন, মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডে-ই
বিস্তারিত খবর:
1. রথযাত্রার পরদিনই ‘অঘটন’ পুরীর জগন্নাথ মন্দিরে। গুণ্ডিচায় ঢুকে প্রায় ২০টি উনুন ভাঙচুর করল দুষ্কৃতীরা। উলটোরথের আগে পর্যন্ত মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচা মন্দিরেই অধিষ্ঠান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। এই উনুনগুলিতেই আগামী ৮ দিন দেবতার ভোগ, প্রসাদ রান্না হওয়ার কথা ছিল। সেইমতো কুড়িটি উনুন বা চুলা প্রস্তুত রাখাও হয়েছিল। শনিবার সকালে দেখা যায়, সেসব উনুনই ভাঙচুর করা হয়েছে। মন্দিরের সেবাইতদের অনুমান, শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা গুণ্ডিচা মন্দিরে ঢুকে এই কাজ করেছে। ঘটনায় রীতিমত অশনি সংকেত দেখছে মন্দির কর্তৃপক্ষ। গত এপ্রিলেও একবার উনুন ভাঙচুরের ঘটনা ঘটেছিল, এমনকী আঘাত করা হয়েছিল মন্দিরেও। সেই ঘটনা ঘিরে শোরগোল পড়ে। পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। রথের ঠিক পরদিনই একই ঘটনার পুনরাবৃত্তি। কীভাবে গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলা হল, তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে দুষ্কৃতীদের খোঁজ। এমন ঘটনা রীতিমতো ‘অমঙ্গলজনক’ বলেই মনে করছে কর্তৃপক্ষ থেকে ভক্তকুল – সকলেই।
2. কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতি প্রক্রিয়া হবে অনলাইনেই। স্নাতক এবং স্নাতকোত্তরে ভরতির প্রক্রিয়া শুরুর দিনক্ষণ এবং নিয়মকানুন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর। সেখানে জানানো হয়েছে, নথি পরীক্ষা কিংবা কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে অনলাইনেই। এর জন্য প্রয়োজনীয় অর্থ ই-পেমেন্ট করতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও হেল্পডেস্ক বসানো চলবে না। ভরতি হবে মেধার ভিত্তিতে। স্নাতকস্তরে ভরতির আবেদন নেওয়া শুরু হবে ১৮ জুলাই থেকে। ৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। মেধা তালিকা প্রকাশ হবে ১৬ আগস্ট। স্নাতকোত্তর স্তরে ভরতির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু ১ সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বর প্রকাশিত হবে মেধা তালিকা। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিংয়ে ভরতির প্রক্রিয়া শুরুর কথাও জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। এই কোর্সে ভরতির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।