রাজ্যে ফের কড়া কোভিডবিধি। সোমবার থেকে বন্ধ স্কুল-কলেজ। সন্ধে সাতটার পর নেই লোকাল ট্রেন। স্মার্ট কার্ড ছাড়া মেট্রো সফরে নিষেধ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬, ১৫৩ জন। সংক্রমণের শীর্ষে কলকাতা। একদিনেই সংক্রমিত ৩,১৯৪ জন। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে লিওনেল মেসি। সংক্রমিত প্যারিস সাঁ জাঁর আরও তিন ফুটবলার।
হেডলাইন:
আরও শুনুন: 1 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- এখনই নয় লকডাউন, সোম থেকে রাজ্যে বাড়তে পারে বিধিনিষেধ
বিস্তারিত খবর:
1. করোনা নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। চালু হল কড়া কোভিড বিধি। সোমবার থেকেই একাধিক নিয়ম মেনে চলতে হবে রাজ্যবাসীকে। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নির্দেশিকা জানালেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
সোমবার থেকেই বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। লন্ডন থেকে কোনও বিমান নামবে না কলকাতা বিমানবন্দরে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ থাকছে। এমনকি মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন করে। বাড়ছে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা। এদিকে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ। লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যাত্রী নিয়ন্ত্রণের জন্য টোকেন দেওয়াও বন্ধ করে দিচ্ছে কলকাতা মেট্রো। বদলাচ্ছে সময়সূচিও। দমদম ও কবি সুভাষ থেকে রাতের শেষ মেট্রো মিলবে ৯ টায়। এছাড়া কর্পোরেশন-সহ সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তরাঁ, বার, সিনেমা হল এবং থিয়েটারে প্রবেশের অনুমতি থাকছে ৫০ শতাংশ মানুষের। সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান বা মিটিং-ও চলবে ৫০ শতাংশ উপস্থিতি নিয়েই। সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা। মাস্ক না পরলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। আপাতত দু’সপ্তাহের কড়া কোভিডবিধি জারি করল রাজ্য সরকার।
এই পরিস্থিতিতে একমাস পিছিয়ে গেল ‘দুয়ারে সরকার’-এর পরিকল্পনাও। ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে জানানো হয়েছে। এরই মধ্যে আগামী ২২ তারিখ রাজ্যের চার পুরনিগমে ভোট। তার ভবিষ্যৎ কী হবে, সে সংক্রান্ত সিদ্ধান্ত ছাড়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের উপরই। দু’সপ্তাহের বিধিনিষেধের পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
2. বঙ্গে করোনা সংক্রমণ বেড়ে চলেছে হু হু করে। রবিবারও রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান উদ্বেগ আরও বাড়িয়ে তুলল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬, ১৫৩ জন। যা শনিবারও ছিল সাড়ে চার হাজারের সামান্য বেশি। স্বাস্থ্যমহলের মতে, প্রায় ৭ মাস পর সর্বোচ্চ সংক্রমণ হল রবিবার। একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বঙ্গে করোনা অ্যাকটিভ কেস ১৭ হাজার ৩৮, গত ২৪ ঘণ্টাতেই শুধুমাত্র ৩,৭৩৮ টি অ্যাকটিভ কেস বৃদ্ধি পেয়েছে। এদিকে, কলকাতা এখনও সংক্রমণের শীর্ষে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,১৯৪ জন। কলকাতা বাদ দিয়ে আর কোনও জেলায় দৈনিক কোভিড সংক্রমণ হাজার পেরোয়নি। কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৪০৭। এই হার ৯৭.৭৭ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৬। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১৫.৯৩ শতাংশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।