কর্ণাটকে মিলল করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রনে’র হদিশ। আক্রান্ত ২ ব্যক্তি। সংসদে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি। কেন্দ্রের নয়া নিয়মের তীব্র প্রতিবাদ মমতার। নেতৃত্ব দৈবে পাওয়া উপহার নয়। ভোটকুশলী প্রশান্ত কিশোরের নিশানায় রাহুল গান্ধী। SSC গ্রুপ সি-র নিয়োগ দুর্নীতিতে নয়া মাত্রা। বন্ধের পথে ৩৫০ কর্মীর বেতন।
হেডলাইন:
আরও শুনুন: 1 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- অস্তিত্ব নেই ইউপিএ-র, বিজেপি বিরোধী সম্মিলিত মঞ্চের ডাক মমতার
আরও শুনুন: 30 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- মুম্বই সফরে মমতা, সৌজন্য সাক্ষাৎ আদিত্য ঠাকরে-সঞ্জয় রাউতের
বিস্তারিত খবর:
1. অবশেষে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ‘ওমিক্রনে’র অস্তিত্ব মিলল ভারতে। কর্ণাটকের ২ ব্যক্তির শরীরে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা গেল, তাঁদের দেহে থাবা বসিয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা ফেরত ওই দুই ব্যক্তির একজনের বয়স ৬৬ বছর, অপরজনের ৪৬। সাংবাদিক বৈঠকে এই খবর জানানোর পাশাপাশি দেশবাসীকে সতর্কও করেছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। সূত্রের খবর, ৬৬ বছর বয়সি ব্যক্তি নজরদারি এড়িয়ে বেঙ্গালুরু থেকে ইতিমধ্যে দুবাইয়ে পাড়ি দিয়েছেন। ওমিক্রনের অস্তিত্ব পেতে দেশে মোট ৩৭টি ল্যাবকে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সাবধানতা অবলম্বনের জন্য বিমানবন্দরে নামলেই যাত্রীদের RT-PCR পরীক্ষা করতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাঁদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ওমিক্রন নিয়ে আগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১২ টি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই ফ্রান্স, ব্রিটেন, আমেরিকায় ওমিক্রন থাবা বসিয়েছে। এবার ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন। ওমিক্রন রুখতে বুস্টার ডোজের প্রয়োজনীয় কতটা, তা নিয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল নীতি আয়োগ। বিজ্ঞানীরা বলছেন, এখনই বুস্টার ডোজের প্রয়োজন নেই। তবে দেশে ১৮-র ঊর্ধ্বে সব বাসিন্দার করোনা টিকার ডবল ডোজ সম্পূর্ণ করা দরকারি বলে পরামর্শ তাঁদের।
2. এবার সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সংসদ চত্বরে সাংবাদিকদের প্রবেশ নিয়ে নয়া নিয়ম জারি করেছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। আগে আবেদনের ভিত্তিতে সংসদ চত্বরে প্রবেশ করে নিজেদের কাজের অনুমতি পেতেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। কিন্তু শীতকালীন অধিবেশনে দেখা গেল, সংসদ চত্বরেও সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ হয়েছে। লটারির ভিত্তিতে হাতে গোনা কয়েকজন ঢুকতে পারছেন। এতে সাংবাদিকদের কাজে অধিকার খর্ব করা হচ্ছে বলে মনে করে তৃণমূল।
এ নিয়ে দলের তরফে বৃহস্পতিবার প্রেস ক্লাবের উদ্দেশে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা দলই সাংবাদিকদের সঙ্গে রয়েছে বলে স্পষ্ট জানানো হয়েছে বিবৃতিতে। সংসদ ভবন চত্বরে তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণে কেন্দ্র যে নতুন নিয়ম জারি করেছে, তার তীব্র বিরোধিতা করছে তৃণমূল। দলের আবেদন, সাংবাদিকদের প্রবেশ নিয়ে নয়া কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।