ষষ্ঠীতে পুজোর আনন্দে জল ঢালল বৃষ্টি। সন্ধেয় ঝেঁপে বৃষ্টি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। আগামী কয়েকঘণ্টা সতর্কতার পূর্বাভাস। পুজো উদ্বোধনেও ছোঁয়া রাজনীতির। ‘বাংলা দুর্নীতিমুক্ত হোক’, দেবীর কাছে প্রার্থনা সুকান্ত মজুমদারের। পালটা দিলেন কুণাল ঘোষ। ষষ্ঠীতেই বোধন 5G ইন্টারনেট পরিষেবার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। শারদোৎসবে মুখরিত কল্লোলিনী তিলোত্তমায় আনন্দের তাল কাটল বৃষ্টি। ষষ্ঠীর সন্ধেবেলা আচমকাই ঝেঁপে বৃষ্টি এল। উত্তর-দক্ষিণ কলকাতার বিখ্যাত মণ্ডপগুলিতে তখন প্রতিমা দর্শনের দীর্ঘ লাইন। বৃষ্টি মাথায় করেই অপেক্ষামান জনতা। পূর্বাভাস থাকলেও আচমকা মেঘের গর্জন আর বর্ষণে কিছুটা বিভ্রান্ত সকলেই। তবে মণ্ডপ দর্শনের উৎসাহে ঘাটতি নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষত কলকাতা ও হুগলি জেলায় টানা বৃষ্টি হতে পারে। নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
২। শনিবার সল্টলেক EZCC’র পুজো উদ্বোধন করে দেবী দুর্গার কাছে দুর্নীতিমুক্ত বাংলার প্রার্থনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষও করেন তিনি। পুজো উদ্বোধনের পর তিনি বলেন, “পুজোয় রাস্তায় অবস্থানে বেকাররা। রাজ্যকে দুর্নীতিমুক্ত করুন দুর্গা।” এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সন্ত্রাসমুক্ত হয়, সে প্রার্থনাও করেন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফেও। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে, “যাঁরা দুর্নীতিতে জড়িত, তারা অবশ্যই শাস্তি পান। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত চলুক। তবে নিয়োগও দরকার। এসএসসি প্রস্তুত। এরপর আদালত যা বলবে তাই হবে।” প্রসঙ্গত এবার পুজোর সময় রাজ্যে অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আসার কথা শোনা গিয়েছিল। তবে শুক্রবারই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছিলেন যে শাহ কিংবা নাড্ডা কেউই অষ্টমীতে কলকাতায় আসছেন না। মহাষষ্ঠীর অনুষ্ঠানে দেখা মিলল বঙ্গ বিজেপির স্থানীয় নেতৃত্বেরই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।