‘সুপ্রিম’ নির্দেশে তৎপরতা হাই কোর্টের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে তলব প্রাথমিকের ২টি মামলার নথি। মঙ্গলবার দায়িত্ব নিতে পারেন নয়া বিচারক। ১০০ দিনের টাকা বন্ধ কেন? ১০০ তম ‘মন কি বাত’-এর পরেই প্রধানমন্ত্রীকে খোঁচা অভিষেকের। বগটুই মামলায় সিবিআই নয়। লালন শেখের মৃত্যুর তদন্তে রাজ্যের উপরেই আস্থা কলকাতা হাই কোর্টের। আইপিএস আধিকারিকের নেতৃত্বে গঠিত হল SIT। বিবাহবিচ্ছেদে দ্রুত সায় মিলতে পারে বিশেষ পরিস্থিতিতে। নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ।
হেডলাইন:
আরও শুনুন: 30 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- ‘২৪০ আসন তৃণমূলের’, ছাব্বিশের বিধানসভার টার্গেট বেঁধে দিলেন অভিষেক
আরও শুনুন: 29 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- মানহানি মামলায় সমন শতরূপ-সেলিম-বিমানকে, চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল
বিস্তারিত খবর:
1. সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার নথি তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর। ওই দু’টি মামলা এবার কোন বিচারপতি শুনবেন, তা স্থির হতে পারে মঙ্গলবার।
বিচারাধীন বিষয় নিয়ে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি নরসিমার বেঞ্চের নির্দেশ মোতাবেক প্রাথমিকের দু’টি মামলা থেকে সরছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের তিনদিনের মাথায়, সোমবার রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার নথি চেয়ে পাঠালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মামলাগুলি এবার কোন বিচারপতির এজলাসে উঠবে, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।
2. রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান ১০০ তম পর্বে পা দেওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে তিনি বললেন, ‘‘প্রধানমন্ত্রী মন কি বাত-এর ১০০ পর্ব সম্পন্ন করতে পারেন, কিন্তু তিনি ১০০ দিনের কাজের জন্য বকেয়া টাকা প্রদান করতে অক্ষম।” ‘জনসংযোগ যাত্রা’য় নেমে এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক। আর সোমবার করণদিঘিতে প্রথম জনসভা করতে গিয়েই ‘মন কি বাত’-এর প্রসঙ্গ তুলে মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। তাঁর অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার মাটিতে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। করণদিঘির পর এদিন রায়গঞ্জে সভা করেন অভিষেক। কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও রাজবংশী যুবকের মৃত্যু নিয়েও এদিন সরব হন তিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করাই বিজেপির স্বভাব, অভিযোগ তুলে বিরোধী শিবিরকেও তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাৎপর্যপূর্ণভাবে কর্ণজোড়া ফুটবল স্টেডিয়ামে অভিষেকের এদিনের সভায় হাজির ছিলেন জেলার দলবদলকারী দুই বিধায়ক, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়। উত্তর দিনাজপুরে বিজেপি কোনও উন্নয়ন করেনি বলেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা, দাবি দুই বিধায়কের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।