সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নূপুর শর্মার। দেশে হিংসা ছড়ানোর জন্য নেত্রীকেই দায়ী করল আদালত। পর্যবেক্ষণকে স্বাগত জানাল বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সির চাপে উদ্ধবপন্থী নেতা সঞ্জয় রাউত। শরদ পওয়ারকেও তলব ইডির। ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন উদ্ধব ঠাকরে। উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফ। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। কমল সুস্থতার হারও। বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা।
হেডলাইন:
আরও শুনুন: 30 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মহারাষ্ট্রে চমক, ফড়ণবিস নন, মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডে-ই
আরও শুনুন: 29 জুন 2022: বিশেষ বিশেষ খবর- দশ বছর পর জিটিএ নির্বাচন, পাহাড়ে ফুটল ঘাসফুল
বিস্তারিত খবর:
1. হজরত মহম্মদ বিতর্কে এবার নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। এই ইস্যুতে একাধিক এফআইআর দায়ের হওয়ার জেরে নিজের প্রাণহানির আশঙ্কা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেত্রী। কিন্তু এদিন তাঁর আরজি শুনতেই অস্বীকার করেন বিচারপতিরা। শীর্ষ আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, “নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অবিবেচকের মতো। রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা মুখে এল, তা বলে দেওয়া যায় না।” তাঁর মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, এমনকী উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী নূপুর শর্মার উসকানিমূলক মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি। তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য আদালতের।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, নূপুর শর্মাকে সুপ্রিম কোর্ট যে ভাষায় তিরস্কার করেছে তাতে বিজেপির লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। নূপুরকে নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে হাতিয়ার করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসও।
2. রাষ্ট্রপতি ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে শুক্রবার কলকাতায় ইসকনের মন্দিরে গিয়েছিলেন মমতা। সেখান থেকেই তিনি জানালেন, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। তিনি বলেন, “বিজেপি যে আদিবাসী মহিলাকে প্রার্থী করবে সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। NDA যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম।” এদিকে এই মন্তব্যের প্রেক্ষিতে মমতাকে বিঁধেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা দেখলেও বিরোধী ঐক্যের হাত ছাড়ছেন না তিনি, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।