ফের মণিপুর সরকারকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। ডিজিপিকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ বিচারপতির। মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাব আলোচনায় মিলল সবুজ সংকেত। ১০ আগস্ট জবাবি ভাষণ, বিবৃতি পেশ করবেন প্রধানমন্ত্রী। লোকসভায় পেশ বিতর্কিত দিল্লি সার্ভিসেস বিল। টিকল না বিরোধীদের আপত্তি, বিলে সমর্থন বিজেডির-ও। আপাতত সুস্থই আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার মোদির সঙ্গে এক মঞ্চে দেখা গেল শরদ পওয়ারকে। সাম্প্রদায়িক অশান্তির জেরে অগ্নিগর্ভ হরিয়ানা। গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে।
হেডলাইন:
আরও শুনুন: 31 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- নারীনির্যাতনে মণিপুরের সঙ্গে তুলনা নয় বাংলার, বার্তা সুপ্রিম কোর্টের
আরও শুনুন: 30 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- কাটেনি সঙ্কট, আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা
বিস্তারিত খবর:
1. অশান্তির ঘটনায় ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে মণিপুর সরকার। আদালতের পর্যবেক্ষণ, মণিপুরে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। জনতাকে রক্ষা করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলেই পর্যবেক্ষণ আদালতের।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে মণিপুর নিয়ে বেশ কয়েকটি মামলার শুনানি ছিল। মণিপুর সরকারের হয়ে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় সরকার যথেষ্ট সংবেদনশীল। এ নিয়ে হলফনামাও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু সেই যুক্তিতে বিশেষ সন্তুষ্ট নয় আদালত। এ বিষয়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, “মনে হচ্ছে মণিপুর পুলিশ সঠিকভাবে তদন্ত করতে অপারগ। অধিকাংশ এফআইআরের ভিত্তিতে তদন্তে হয় অতি সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কিছুই হয়নি। এতে প্রশাসন এবং আইনের শাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।” এরপরই মণিপুরের ডিজিপিকে তলব করেন তিনি। আগামী সোমবার সশরীরে শীর্ষ আদালতে হাজিরা দিয়ে প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে এফআইআর দায়েরে দেরি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই ঘটনা-সহ আরও একটি গণধর্ষণের ঘটনায়, ঘটনার তারিখ থেকে শুরু করে FIR দায়েরের তারিখ, সাক্ষীদের বয়ান রেকর্ডের তারিখ পর্যন্ত পুরো টাইমলাইন জমা দিতে বলা হয়েছে। মণিপুরের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকায় যে একেবারেই খুশি নয় শীর্ষ আদালত, এদিন তা আরও একবার স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন বিচারপতিরা।
2. অনাস্থা প্রস্তাব নিয়ে অবশেষে নীরবতা ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ৮ আগস্ট থেকে সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। দু’দিন ধরে আলোচনার পরে জবাব দেবে কেন্দ্র। সেখানেই বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী।
ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত বিরোধীদের সমর্থনে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাব আনেন। গৃহীত হওয়ার পরেও কেন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে না, তা নিয়ে একাধিকবার দাবি তোলেন বিরোধীরা। মঙ্গলবার ফের বিধানসভায় এই প্রসঙ্গ উঠলে, আলোচনার জন্য নির্দিষ্ট একটি তারিখ জানান স্পিকার। লোকসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ ও ৯ তারিখ আলোচনা হবে অনাস্থা প্রস্তাব নিয়ে। ১০ আগস্ট কেন্দ্রের জবাবি ভাষণ। সেখানেই মুখ খুলবেন প্রধানমন্ত্রী। প্রায় তিনমাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। দীর্ঘ সময় কেটে গেলেও প্রধানমন্ত্রী এই নিয়ে কিছুই বলেননি। তবে বিরোধীদের দাবি মেনে, এবার সংসদে দাঁড়িয়ে মণিপুর নিয়ে মুখ খুলতে হবে প্রধানমন্ত্রীকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।