করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। আতঙ্ক ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় নয়া স্ট্রেইনে আক্রান্ত মোট ৭ জন৷
সার্স কোভিডের যতরকম ভ্যারিয়েন্ট আছে তা ক্রমশ মিউটেট হয়ে বা রূপ বদলে নয়া চেহারা নিচ্ছে। সম্প্রতি যা চোখ রাঙাচ্ছে তা হল ডেল্টা ভ্যারিয়েন্ট। এটি অনেক বেশি সংক্রামক ও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে উপসর্গ একই, তবে চিকিৎসকদের মতে খুব তাড়াতাড়ি অসুস্থতা চরম আকার নিতে পারে। অল্পবয়স্কদের মধ্যেই এই রোগ দ্রুত ছড়াচ্ছে। সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ, ডেল্টা ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে রেসপিরেটরি ট্র্যাকে। অর্থাৎ, আমাদের শ্বাসযন্ত্র আক্রান্ত হতে পারে সবার আগে।
এই মুহূর্তে তাই যে কটা প্রশ্ন সকলের মনেই ঘুরছে ফিরছে, সেগুলিরই উত্তর জেনে নেওয়া যাক –
ডেল্টা ভ্যারিয়েন্ট কোভিডে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেবে?
আগের মতোই হালকা সর্দি, কাশি, জ্বর ও গন্ধ না-পাওয়ার উপসর্গ থাকবে। যাদের ভ্যাকসিনের দুটো ডোজই নেওয়া তাদের ক্ষেত্রে অবশ্য কোনও উপসর্গ নাও থাকতে পারে।
কেন এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক?
চিকিৎসকদের মতে, এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত একজনের থেকে আর একজনে ছড়িয়ে পড়তে পারে। তাতেই বাড়বে বিপদ। বিশেষত, যাঁদের ভ্যাকসিন নেওয়া নেই তাঁদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি।
তাহলে, ভ্যাকসিন নিলে কি আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না?
চিকিৎসকদের মতে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা এমন প্রমাণ মিলেছে, পুরোপুরি ভ্যাকসিনেটেড হয়েছেন যাঁরা, তাঁদের দেহেও থাবা বসাচ্ছে এই নয়া প্রজাতির করোনা। আর তাঁরা যদি উপসর্গহীন হয়ে থাকেন তবে তো বিপদ আরও বাড়বে। তাঁদের থেকে হু হু করে ছড়িয়ে পড়তে পারে বহুজনের মধ্যে।
তাই সতর্কতার মার নেই। এই সময়টায় কোভিডবিধি যথাযথ মেনে চলতেই হবে।
আরও শুনুন: সেপ্টেম্বরেই শুরু বাচ্চাদের Vaccination, ইঙ্গিত AIIMS প্রধানের
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এই স্ট্রেনের খোঁজ মিলেছে। শিলিগুড়ি মহামায়া কলোনি এবং শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের টুমবাজোতের বাসিন্দা এই স্ট্রেনে সংক্রামিত হয়েছেন। সংক্রমণের খবর পাওয়া গিয়েছে আশপাশের এলাকাতেও। শিলিগুড়ির সূর্যসেন কলোনি, চম্পাসারি, নৌকাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মী-সহ দার্জিলিংয়ের মংপুর রিসভের বাসিন্দা ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে চিকিৎসাধীন।
ইউরোপে বর্তমানে করোনার দাপটের অধিকাংশ ক্ষেত্রেই দায়ী এই ডেল্টা ভ্যারিয়েন্ট। তাই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিলিগুড়িতে এই ডেল্টা ভ্যারিয়ান্টের উপস্থিতি যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। নবান্নের নির্দেশে রাজ্যে জারি করা বিধিনিষেধের ওপর নজরদারি আরও কড়া হচ্ছে।
আপনারাও সতর্ক থাকুন। সুস্থ থাকুন। কোভিডবিধি মেনে চলুন।