গান্ধী সাভারকর বিতর্কে নয়া মোড়। বিদেশিনির সন্তান কখনোই দেশপ্রেমিক হতে পারে না, রাহুল গান্ধীর বিরুদ্ধে এহেন মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন এক বিজেপি সাংসদ। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
দেশপ্রেম ইস্যুতে রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ শানাল বিজেপি। বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের দাবি, রাহুল গান্ধী বিদেশিনির সন্তান। আর কোনও বিদেশিনির সন্তানের পক্ষে কখনোই দেশপ্রেমিক হওয়া সম্ভব নয়। ২০০০ বছর আগে খোদ চাণক্য এহেন বিধান দিয়েছিলেন বলেই দাবি ওই বিজেপি নেতার।
আরও শুনুন: গান্ধী বনাম সাভারকর! আদর্শের বিরোধ ফিরল, নাকি ভোটের ফাঁদেই দেশের রাজনীতি?
যদিও এই প্রথম নয়, এর আগে চলতি মাসের শুরুতেই প্রায় একই কথা বলেছিলেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তিনি দাবি জানিয়েছিলেন, দেশের রাজনীতিতে রাহুলের কোনও স্থান নেই। এমনকি রাহুলকে এই দেশ থেকেই বহিষ্কার করার দাবিতে সরব হয়েছিলেন ওই বিজেপি নেত্রী। তাঁর দাবি ছিল, যেহেতু সোনিয়া গান্ধী জন্মসূত্রে বিদেশিনি, সুতরাং তাঁর সন্তান হিসেবে রাহুলকেও ভারতীয় বলা চলে না। খোদ চাণক্য শ্লোকের প্রসঙ্গ টেনে ওই নেত্রী বলেন, চাণক্য বলেছিলেন যে কোনও বিদেশিনির সন্তান কখনও দেশপ্রেমিক হতে পারে না। আর এবার সেই একই সুরে সুর মেলালেন গেরুয়া শিবিরের আরও এক নেতা।
মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে আপাতত শাসক দলের নিশানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যেই তাঁকে দুবছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সুরাট আদালত। যার জেরে সাংসদ পদ খুইয়েছেন ওয়েনড়ের সাংসদ। এদিকে অক্সফোর্ডে গিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্যকেও ভালভাবে নেয়নি বিজেপি। বিদেশে গিয়ে তিনি দেশের সমালোচনা করেছেন, এই মর্মে রাহুলের দেশপ্রেম নিয়ে বারে বারেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। আর এবার আদালতের রায়ের জেরে আরও বিপাকে কংগ্রেস নেতা। কিন্তু তার পরেও বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার সুরই শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি ক্ষমা চাইতে নারাজ জানিয়ে রাহুলের হুঙ্কার, “আমি গান্ধী, সাভারকর নই।” ব্রিটিশ আমলে জেলবন্দি স্বাধীনতা সংগ্রামী সাভারকর মুচলেকা দিয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন বলে মনে করেন ঐতিহাসিকেরা। তবে তাঁকে বিজেপি নিজেদের আদর্শ বলেই মনে করে। সেই প্রসঙ্গ টেনেই তাই গেরুয়া শিবিরকে বিঁধেছেন রাহুল। একইভাবে ভাইয়ের পাশে দাঁড়িয়ে তোপ দেগেছেন প্রিয়াঙ্কাও। বিজেপির উদ্দেশে তাঁর সাফ কথা, “শহিদের ছেলেকে দেশদ্রোহী বানিয়ে দিলেন?” কিন্তু কংগ্রেসের তরফে রাহুলের দেশপ্রেমের পক্ষে যতই সওয়াল করা হোক না কেন, তার বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি। আর সেই কারণেই এবার বেনজির ভাবে রাহুলকে ব্যক্তিআক্রমণের পথে হাঁটল গেরুয়া শিবির।
আরও শুনুন: রাহুলের মন্তব্যে বিপাকে কংগ্রেস! হাত-শিবিরের অন্দরেই অসন্তোষ, ফাঁস কিরেণ রিজিজুর
যদিও বিজেপি সাংসদের বক্তব্যের পালটা দিয়েছেন ইউনেস্কোর চেয়ারপার্সন অশ্বিনী স্বৈন। বিদেশমন্ত্রী জয়শঙ্করের স্ত্রীও বিদেশিনি, এবং সন্তানও রয়েছে তাঁদের। সে কথা মনে করেই তাঁর প্রশ্ন, এই ইস্যুতে কী মত মোদি সরকারের বিদেশমন্ত্রীর? অর্থাৎ রাহুলকে ব্যক্তিআক্রমণের জেরে সাম্প্রতিক রাজনীতি যে আরও উত্তপ্ত হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
When BJP MPs have been saying that Rahul Gandhi being the son of a ‘foreign’ woman can never be a patriot, what are Modi’s foreign minister Jaishankar’s views about it? He is married to a ‘foreign’ woman and they have children too.
— Ashok Swain (@ashoswai) March 28, 2023