দেশ যতই ডিজিটাল হওয়ার দিকে এগোক না কেন, ব্যাঙ্কের কদর কিন্তু কমাতে পারেনি এক ফোঁটাও। আজও মাস পয়লা মানেই ব্যাঙ্কে দৌড়োদৌড়ি। আজও অনেকেই নেটব্যাঙ্কিংয়ের থেকে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন ব্যাঙ্কে গিয়ে কাজকর্ম সারতে। বিশেষত বয়স্ক এবং পেনশনভোগীদের তো মাসে একবার ছুটতেই হয় ব্যাঙ্কের দরজায়। তবে অগস্ট মাস জুড়ে কিন্তু বেশ কিছু ছুটির দিন রয়েছে ব্যাঙ্কের ক্যালেন্ডারে। অকারণ ভোগান্তি আটকাতে আসুন শুনে নেওয়া যাক, অগস্ট মাসের কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক।
গোটা অগস্ট মাস জুড়ে এমনিতেই ছুটির ঘনঘটা। রয়েছে স্বাধীনতা দিবস-সহ একগুচ্ছ ছুটি। এ বছর ৭৫-এ পা দিয়েছে ভারতের স্বাধীনতা। সে জন্য দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। তাছাড়াও রয়েছে রাখী, জন্মাষ্টমী-সহ একগুচ্ছ অনুষ্ঠান। ফ্রেন্ডশিপ ডে-র কথাও ভুললে চলবে না। আর এসব উৎসব মানেই তো উপহার বিনিময় পালা। আর মনপসন্দ উপহার কিনতে পকেটে থাকা চাই রেস্ত। তবে এ মাসে ব্যাঙ্কেও রয়েছে বেশ কয়েকটি ছুটির দিন। ফলে উপহার কিনতে যাওয়ার আগেভাগে ব্যাঙ্ক বন্ধের দিনগুলি জেনে রাখা ভাল। তাছাড়া পেনশনভোগীদের তো মাস পড়লে একবার না একবার ব্যাঙ্কে দৌড়তেই হয়। এমনিতেই বর্ষাকাল। রাস্তায় বেরোনো মানেই বৃষ্টি, জল, কাদা। তার মধ্যে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরে আসতে হলে কার না বিরক্ত লাগে বলুন তো! তবে সেই হ্যাপা এড়াতে গোড়াতেই জেনে নিন, আগামী মাসে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের ঝাঁপ।
আরও শুনুন: জন্ম ১৯৫৬ সালে, একের পর এক ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস, কোন বলে এত শক্তিশালী ইডি?
সব মিলিয়ে অগস্ট মাসে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। তার মধ্যে রয়েছে মাসের চারটি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, এই দিনগুলিতে এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। এ ছাড়াও অগস্ট মাসে আরও ১২ দিন অতিরিক্ত ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি আঞ্চলিক ছুটিও, যা এলাকাভেদে তফাৎ হতে পারে।
১ অগস্ট, সোমবার। ওই দিন রয়েছে দ্রুকপা শে-জি। ওই দিনটি বুদ্ধদেব তাঁর প্রথম ধর্মাপদেশ দিয়েছিলেন বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ওই দিনটি অত্যন্ত পবিত্র। সিকিমে ওই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৭ অগস্ট, রবিবার। ছুটির দিন। ফলে ওই দিন এমনিতেই ব্যাঙ্ক বন্ধ।
৮ অগস্ট, সোমবার মহরম। জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
৯ অগস্ট, মঙ্গলবার মহরম উপলক্ষে দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ।
১১ অগস্ট, বৃহস্পতিবার রাখীপূর্ণিমা। ভাই-বোনের ওই পবিত্র উৎসব উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও হিমাচলপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২ অগস্ট, শুক্রবার, রাখী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে।
১৩ অগস্ট, শনিবার। প্রত্যেক মাসেরই দ্বিতীয় শনিবার করে নির্ধারিত ছুটি পান ব্যাঙ্ককর্মীরা।
১৪ অগস্ট, রবিবার। এমনিতেই বন্ধ ব্যাঙ্ক।
১৫ অগস্ট, সোমবার। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। স্বাভাবিক ভাবেই দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। শুধু ব্যাঙ্কই নয়, স্কুল-কলেজ বা দপ্তর-অফিস- সমস্ত ক্ষেত্রেই ওই দিনটি সরকারি ছুটি।
১৬ অগস্ট, মঙ্গলবার। ওই দিন পার্সি নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্রে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা
১৮ অগস্ট, বৃহস্পতিবার, জন্মাষ্টমী। সেই উপলক্ষে ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
২০ অগস্ট, শনিবার। ওই শ্রীকৃষ্ণ অষ্টমী। হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২১ অগস্ট, রবিবার। স্বাভাবিক নিয়মেই বন্ধ ব্যাঙ্ক।
২৭ অগস্ট, মাসের চতুর্থ শনিবার। আরবিআই-এর নিয়ম অনুসারে ওই দিনও বন্ধ থাকে ব্যাঙ্ক।
২৮ অগস্ট, রবিবার। ব্যাঙ্ক বন্ধ ।
২৯ অগস্ট, সোমবার। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মতিথি। অসমে ওই দিন বন্ধ ব্যাঙ্ক পরিষেবা।
৩১ অগস্ট, বুধবার। গণেশ চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং গোয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও শুনুন: ‘রাষ্ট্রপতি’র স্ত্রী-লিঙ্গ কি ‘রাষ্ট্রপত্নী’? বিতর্কে অধীর-সম্বোধন, ব্যাকরণ কী বলছে?
যা হিসাব দাঁড়াচ্ছে, তাতে গোটা অগস্ট মাস জুড়ে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। নির্ধারিত ছুটির বাইরেও আরও বেশ কিছু ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ককর্মীরা। তাঁদের জন্য সুখবর হলেও অসুবিধার মুখে পড়তে পারেন গ্রাহকেরা। তবে হুজ্জুতি এড়াতে আগেভাগে আপনাদের জন্য রইল ব্যাঙ্ক বন্ধের তালিকা। মাস পড়ার আগেই বরং তালিকা মিলিয়ে ঠিক করে রাখুন, কোন কোন দিন সেরে ফেলতে পারেন আপনার অগস্ট মাসের যাবতীয় ব্যাঙ্কের কাজ।