লাভ জিহাদের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ইন্দোর। নাম-পরিচয় ভাঁড়িয়ে এক মুসলমান যুবক হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করছে। এমনটাই অভিযোগ বজরং দলের। আর সেই ভিত্তিতেই গ্রেপ্তার করা হল ওই যুবককে। ঠিক কী ঘটেছে ঘটনাটি? শুনে নিন।
ফের উঠল লাভ জিহাদের অভিযোগ। এবার মধ্যপ্রদেশের ইন্দোর। বছর চব্বিশের এক মুসলিম যুবকের প্রেমের সম্পর্ক ছিল জনৈক হিন্দু যুবতীর সঙ্গে। যদিও বজরং দলের অভিযোগ, এটা আসলে লাভ জিহাদেরই ঘটনা। কেননা পরিচয় গোপন রেখেই হিন্দু মেয়েটিকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে সময় কাটাত ওই যুবক। হিন্দুত্ববাদী সংগঠনটির এই অভিযোগের ভিত্তিতেই যুবকটিকে গ্রেপ্তার করে ইন্দোর পুলিশ।
আরও শুনুন: ভারতের থেকেও সুরক্ষিত দেশ পাকিস্তান! সাম্প্রতিক সমীক্ষার রিপোর্টে বাধল জোর বিতর্ক
ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বজরং দলের বেশ কয়েকজন সদস্য পাকড়াও করেছেন ওই যুবককে। অভিযোগ, যুবকের নাম আসিফ। কিন্তু তিনি বিকাশ নামে নিজের পরিচয় দিতেন। সেই নামেই হোটেলের রুম বুক করে তাঁর হিন্দু প্রেমিকাকে ডেকে পাঠাতেন। বেশ কিছুদিন এই প্রেমপর্ব চলার পরেই বিষয়টি নজরে আসে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের। সংগঠনের অভিযোগ, পরিচয় গোপন করে ভুয়া পরিচয়পত্র দিয়ে হোটেলের রুম ভাড়া নিত ওই যুবক। যেহেতু হিন্দু মেয়েটি জানত না যে যুবকটি ইসলাম ধর্মাবলম্বী, তাই বজরং দলের মত, লাভ জিহাদেরই পরিকল্পনা নিয়েই এই সম্পর্কে জড়িয়েছিল যুবকটি। সংবাদসংস্থাকে দেওয়া বিবৃতিতে বজরং দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে সে কথা। হিন্দু মেয়েদের বিয়ে করে ধর্মান্তকরণের প্রক্রিয়াকেই লাভ জিহাদ বলে অভিহিত করে থাকে হিন্দুত্ববাদী সংগঠন। এক্ষেত্রেও যুবকের বিরুদ্ধে সেই অভিযোগই আনা হয়েছে।
আরও শুনুন: মহিলাদের গোপনাঙ্গের ছবি দেখার শখ, স্ত্রীরোগ-বিশেষজ্ঞা সেজে প্রায় ১০০০ ছবি সংগ্রহ ব্যক্তির
যদিও ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে যুবকটিকে যারপরনাই হেনস্তার শিকারও হতে হয়েছে। বজরং দলের বেশ কয়েকজন সদস্য যুবকটিকে মারধর করেন বলেও পালটা অভিযোগ উঠেছে। এক সদস্য যুবকটির বাড়ির লোককে ডাকা এবং পুলিশকে খবর দেওয়ার কথাও বলেন। যুবকটির থেকে নাম-পরিচয় জানার পরই পুলিশকে খবর দেওয়া হয়। লাভ জিহাদের অভিযোগের ভিত্তিতে যুবকটিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।