এটিএম-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এবার গুনতে হবে বাড়তি মাশুল। আগামী ১ আগস্ট থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি খরচ হবে ২ টাকা। অন্যদিকে, অন্যান্য পরিষেবা গ্রহণের ক্ষেত্রে খরচ বাড়ছে ১ টাকা।
এটিএম-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এবার গুনতে হবে বাড়তি মাশুল। আগামী ১ আগস্ট থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি খরচ হবে ২ টাকা। অন্যদিকে, অন্যান্য পরিষেবা গ্রহণের ক্ষেত্রে খরচ বাড়ছে ১ টাকা।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের আগের ঘোষণা অনুযায়ী, এবার দেশের ব্যাংকগুলি এটিএম মারফত লেনদেনের উপর নির্ধারিত মাশুল বা ইন্টারচেঞ্জ ফি বাড়াতে চলেছে। ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেনের জন্য এতদিন এই ফি ছিল ১৫ টাকা। যা বেড়ে হবে ১৭ টাকা। অন্যদিকে অর্থকরী নয় এমন লেনদেন, অর্থাৎ পরিষেবার ক্ষেত্রে এই ফি ৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬ টাকা। অগাস্ট মাসের প্রথম দিন থেকেই বলবৎ হবে এই নিয়ম।
আরও শুনুন: Poppy Seeds: ছেঁকা দিচ্ছে বাঙালির সাধের পোস্ত, কেন এত দাম বাড়ছে জানেন?
নিজের ব্যাংকের এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচবার কোনও খরচ লাগে না। অন্য ব্যাংকের ক্ষেত্রে সেই সীমা মেট্রো শহরে ৩ ও অন্যত্র ৫। লেনদেন বলতে কেবল টাকা তোলাই নয়, টাকা জমা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত লেনদেনও হতে পারে। এতদিন এই নির্দিষ্ট সীমা পেরোলেই দিতে হত প্রতি লেনদেনে ২০ টাকা। এবার সেই খরচ ১ টাকা বেড়ে হতে চলেছে ২১ টাকা। আরবিআই সূত্রে বলা হয়েছে বিভিন্ন কমিটির সঙ্গে আলাপ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবার মধ্যে সুষ্ঠু সমম্বয় সম্ভব হবে বলে মনে করছে আরবিআই কর্তৃপক্ষ। নয়া নিয়ম চালু হবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে।
আরও শুনুন: রাজ্যে হানা দিল Delta Variant, ভ্যাকসিন নেওয়া থাকলে কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে
পাশাপাশি এই আগস্টে নানাভাবে প্রায় ১৫ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী আগস্টে রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার মিলিয়ে ছুটি মোট ছ-দিন। এ ছাড়া বিভিন্ন রাজ্যে নানারকম উৎসবের দরুণ ব্যাংক বন্ধ থাকবে আরও ৯ দিন। মহরম, ওনাম, জন্মাষ্টমী, পারসি নিউ ইয়ার উপলক্ষে রাজ্যভেদে আলাদা আলাদা দিন বন্ধ থাকবে ব্যাংক। অর্থাৎ, সব রাজ্যেই যে মোট ১৫ দিন ব্যাংক থাকবে তা নয়। তবে এই মাসে ছুটি একটু বেশিই। ফলে ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে গ্রাহকরা অবশ্যই বিষয়টি খেয়াল করবেন।