হাজার ঝড়ঝঞ্ঝা মাথায় করে যাঁরা দায়িত্ব পালন করে যান, ঝাঁপিয়ে পড়েন মানুষের বিপদে-আপদে, সেই পুলিশকর্মীদের পাশেই এবার দাঁড়ালেন সোনু সুদ। এর আগেও, বারবার নানা মানুষের অসুবিধায় পাশে থেকেছেন সোনু। তা সে কারওর অসুস্থতা হোক বা অন্য কোনও আর্থিক সমস্যা- এক ডাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। জলমগ্ন মুম্বইয়ে এবার পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নয়া বার্তা দিলেন অভিনেতা। কী করলেন তিনি? আসুন, শুনে নিই সেই গল্প।
দিনকয়েকের টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। বেশ কয়েকটি জায়গায় ব্যাহত যানবাহন পরিষেবা। সব মিলিয়ে দুর্যোগে বিপর্যস্ত মায়ানগরী। তবে এই দুর্যোগেও এক মুহূর্তের অবসর নেই পুলিশের। বৃষ্টিবাদল মাথায় করেই সামলাতে হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর সেই কর্তব্যে অবিচল পুলিশকে সম্মান জানাতেই এবার বিশেষ উদ্যোগ নিলেন তারকা-অভিনেতা সোনু সুদ।
আরও শুনুন: তিন খণ্ড উপন্যাস লেখা শেষ ১২ বছর বয়সেই, কনিষ্ঠতম সিরিজ লেখিকার কীর্তিতে অবাক বিশ্ব
বিপদে আপদে মানুষের পাশে সব সময় থেকেছেন সোনু। কারওর চিকিৎসায় সাহায্য করেছেন, তো কোনও কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন ট্রাক্টর। কখনও বা লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া মানুষগুলোকে নিরাপদে পৌঁছে দিয়েছেন বাড়িতে। বিপদে পড়া মানুষের কাছে তাই তিনি ‘মসিহা’। এবার তিনি তাঁদের পাশে দাঁড়ালেন, যাঁরা সময়ে অসময়ে ঝাঁপিয়ে পড়েন মানুষের বিপদে।
সম্প্রতি একটি অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল সোনুকে। সেই রিয়েলিটি শো-র অংশগ্রহণকারীদেরও তিনি শামিল করলেন তাঁর কাজে। সকলে মিলে মুম্বই পুলিশের হাতে তুলে দিলেন এক হাজার বর্ষাতি। যাতে বৃষ্টিবিপর্যস্ত মুম্বইয়ে কাজ করাটা আরও একটু সহজ হয় পুলিশের জন্য।
মুম্বই পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনুর বক্তব্য, সাধারণ মানুষকে নিরাপদে রাখতে মুম্বই পুলিশ যে ভাবে কঠোর পরিশ্রম করছে, তার জন্য ধন্যবাদ জানানো যথেষ্ট নয়। আর তাঁদের সেই পরিশ্রমকে স্যালুট জানাতেই এই বর্ষাতি-উপহার বলে জানিয়েছেন অভিনেতা।
আরও শুনুন: পাশে ছিলেন খারাপ সময়ে, ‘মসিহা’ সোনুকেই পদক উৎসর্গ ক্যারাটে চ্যাম্পিয়নের
কোভিডের সময়েও সংক্রমণ ঠেকাতে মুম্বই পুলিশের হাতে ২৫ হাজার ফেসশিল্ড তুলে দিয়েছিলেন সোনু সুদ। তাঁর এই ব্যতিক্রমী কাজকর্ম সব সময় অনুপ্রেরণা দিয়েছে। দিন কয়েক আগেই বিহারের দু’টি শিশুর চিকিৎসার ভার নিজের কাঁধে তুলে নেন সোনু। মুম্বইয়ের পুলিশকর্মীদের নিয়ে সোনুর এই সোশ্যাল মিডিয়া পোস্টটিও নজর এড়ায়নি নেটিজেনদের। স্বাভাবিক ভাবেই প্রশংসায় উপচে পড়েছে নেটদুনিয়া। প্রতিবারের মতো এবারও সোনু যেন মনে করিয়ে দিলেন, সবকিছুর ঊর্ধ্বে মানবিকতা। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো – এটাই তাঁর মন্ত্র। আর সে-মন্ত্রের যে কোনও বিকল্প নেই, নিজের কাজ দিয়েই সে-কথা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন ব্যতিক্রমী এই অভিনেতা।