মসজিদে বন্ধ করতে হবে লাউডস্পিকারের ব্যবহার। একরোখা এই সিদ্ধান্তে অনড় রাজ ঠাকরে। এবার তার পালটা দিলেন আদিত্য ঠাকরে। রাজনৈতিক এই বাকবিতণ্ডায় কী উত্তর দিলেন আদিত্য? আসুন শুনে নিই।
মসজিদে লাউডস্পিকারের ব্যবহারে ঘোর অসন্তুষ্ট রাজ ঠাকরে। তাঁর সাফ কথা, ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনায় তাঁর আপত্তি নেই। কিন্তু তা লাউডস্পিকার ব্যবহার করে কেন? কেন মহারাষ্ট্র সরকার তা নিষিদ্ধ করছে না? হুঁশিয়ারি দিয়ে এমএনএস প্রধান জানিয়েছিলেন, সরকার ব্যবস্থা না নিলে, তিনি উদ্যোগ নিয়ে মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা পাঠের ব্যবস্থা করবেন। এবার তা নিয়েই রাজের বিরুদ্ধে তোপ দাগলেন আদিত্য ঠাকরে। বললেন, লাউডস্পিকারে মূল্যবৃদ্ধি, গ্যাস-পেট্রলের দাম বাড়ার কথাও বলা হোক।
আরও শুনুন: বিকশিত না হলেও নাবালিকার ‘স্তন’ স্পর্শ করা যৌন হেনস্তাই, নজিরবিহীন রায় হাই কোর্টের
মুসলমানদের প্রার্থনায় লাউডস্পিকারের ব্যবহার নিয়ে আপত্তি নতুন নয়। সম্প্রতি সে বিতর্ক ফের উসকে দিয়েছিলেন রাজ ঠাকরে। মসজিদে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ রাখতে হবে, এই তাঁর দাবি। এবং কোনও অবস্থাতেই তিনি তাঁর অবস্থান থেকে সরবেন না বলেও জানিয়ে রেখেছিলেন সরকারকে। এর আগে তিনি ‘ইউনিফর্ম সিভিল কোড’ এবং জন্ম নিয়ন্ত্রণ নিয়েও সরব হয়েছিলেন। যার জবাবে শিব সেনার তরফে সঞ্জয় রাউত বলেছিলেন, রাজ ঠাকরে নিজেই বিজেপির লাউডস্পিকারে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতেই যে রাজের এহেন মন্তব্যের ছড়াছড়ি, সে ইঙ্গিতও দিয়েছিলেন সঞ্জয়। এবার লাউডস্পিকার ইস্যুতে তাঁর বিরুদ্ধে সুর চড়ালেন আদিত্য ঠাকরে। সম্পর্কে তিনি রাজ ঠাকরের ভাইপো। তবে রাজনৈতিক মতাদর্শের নিরিখে আত্মীয়তা আপাতত শিকেয়। রাজের বিরুদ্ধে তোপ দেগে আদিত্য বলেন, ” মসজিদ থেকে লাউডস্পিকার না সরিয়ে বরং লাউডস্পিকারে মূল্যবৃদ্ধির কথা বলা শুরু হোক। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে পেট্রল গ্যাসের দাম যে হারে বাড়ছে সে কথা বরং বলা হোক।” ৬০ বছর আগে কী হয়েছিল সেদিকে না তাকিয়ে গত দু-তিন বছরে দেশে কী চলছে, সেদিকে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন শিব সেনার এই তরুণ নেতা।
আরও শুনুন: চাকা নড়েও না, চড়েও না! তবু এই রেলগাড়িতে ভিড় জমান অসংখ্য জঙ্গল-যাত্রী
আদিত্যের এই মন্তব্যই বুঝিয়ে দেয় মসজিদে লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে রাজের দাবি নিয়ে বেজায় অসন্তুষ্ট মহারাষ্ট্র সরকার। মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি ও অন্যান্য জরুরি প্রসঙ্গ থেকে নজর ফেরাতেই যে এহেন দাবির অবতারণা, এদিনের মন্তব্যে তাৎপর্যপূর্ণ ভাবেই তা বুঝিয়ে দিলেন আদিত্য ঠাকরে।