বারবার ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তরুণী। সহ্য করতে হয়েছিল দ্বিগুণ হেনস্তা। হতাশায় থানায় দাঁড়িয়েই নিজেকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন ২৬ বছরের ওই তরুণী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। আসুন, শুনে নেওয়া যাক তাঁর কথা।
থানায় দাঁড়িয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ-সহ একাধিক অভিযোগ নিয়ে বারবার থানার দ্বারস্থ হয়েছিলেন মধ্যপ্রদেশের শাহদলের ওই তরুণী। তবে প্রাথমিক ভাবে তাঁর অভিযোগ নিতে রাজি হয়নি পুলিশ।
আরও শুনুন: ইসলামি ছোঁয়ায় আপত্তি! যোগীরাজ্যের ওয়ার্ডে স্বাধীনতা সংগ্রামীদের নামও বাতিলের সুপারিশ
ব্রিজ বাহাদুর নামে রেভিনিউ দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ জানিয়েছিলেন বছর ছাব্বিশের ওই তরুণী। এ নিয়ে ১২ অগস্ট আমলাই থানায় এফআইআর দায়ের করতে আসেন তিনি। তবে থানার তরফে তাঁর সেই অভিযোগ নিতে আপত্তি জানানো হয়। এর পরেও একাধিক বার থানায় এসেছেন তিনি। তবে কাজ হয়নি। শেষপর্যন্ত উপায় না দেখে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান তিনি।
মুখ্যমন্ত্রীর হেল্পলাইন থেকে সেই অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে পুলিশ। গত ২ সেপ্টেম্বর থানায় ডেকে পাঠানো হয় তরুণীকে। থানা চত্বরে দাঁড়িয়েই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। শীঘ্র তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছে তাঁর। জব্বলপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
আরও শুনুন: নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু, প্রতিবাদে পুরস্কার ফেরালেন বিখ্যাত সাংবাদিক পি সাইনাথ
যদিও তার পরে অভিযুক্ত ব্রিজ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ বেশ কয়েকটি ধারায় মামলাও রুজু করা হয়েছে। তবে সুবিচারের আশায় যেভাবে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণ, তা-ও আবার খোদ থানা চত্বরে দাঁড়িয়ে, সে নিয়ে বেশ হইচই শুরু হয়েছে মধ্যপ্রদেশ জুড়ে। একে বিচারব্যবস্থার প্রহসন বলেও নিন্দা করেছেন কেউ কেউ। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমলাই থানার স্টেশন ইন চার্জ মহম্মদ সমীর ও সাব ইনস্পেক্টর সাবিত্রী সিংকে আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্তও।