পেশা আর মাতৃত্ব, এই দুই দায়িত্বকে একসঙ্গে সামলানো মুখের কথা নয়। আর তা যদি হয় রোদ-ঝড়-বৃষ্টিতে ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করার কাজ হয় তবে তো কথাই নেই! দুই সন্তানকে সঙ্গে নিয়ে সেই কাজটাই করে চলেছেন এই মহিলা। আসুন, শুনি তাঁর লড়াইয়ের গল্প।
রোদ হোক, ঝড় হোক কিংবা বৃষ্টি। খাবার ডেলিভারির কাজে তাঁর দেরি হয় না কখনও। আর এই পুরো কাজটাই তিনি করেন দুই সন্তানকে সঙ্গে নিয়ে। মোটেও মুখের কথা নয় মোটেও। বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে ঘুরে খাবারদাবার সংগ্রহ। তারপর সে সব ঠিকানায় ঠিকানায় পৌঁছে দেওয়া। আর তার জন্য সময় রয়েছে মাপা। একটু দেরি হলেই খারাপ রেটিং পাওয়ার ভয়। কাটা যেতে পারে বেতনও। তাই এই মারাত্মক ডেডলাইন রক্ষা করেই রাস্তার জ্যামজট পেরিয়ে প্রতিদিন এই কাজটা করে চলেন মহিলা।
আরও শুনুন: হিন্দু দেবতারা কেউই ব্রাহ্মণ নন, স্বয়ং শিবও তফসিলি! জেএনইউ উপাচার্যের মন্তব্যে বিতর্ক
সংসার চালাতে, সন্তানদের মানুষ করতে মায়েরা অনেক কিছুই করেন। বাড়ির সমস্ত কাজ। তার পরে উপার্জনের তাগিদে রাস্তায় রাস্তায় ঘোরা। এক মুহূর্ত বিরাম পান না তিনি। তা-ও মুখের রেখায় বিরক্তি ধরা পড়েনা একফোঁটাও। হাসিমুখে ঠিক সময়ে পৌঁছে যান উদ্দিষ্ট ঠিকানায়। বুকে স্ট্র্যাপ দিয়ে বাঁধা একরত্তি মেয়েটি। ছেলেটি বয়সে একটু বড়। খাবার ডেলিভারির কাজে পুরো সময়টাই মায়ের সঙ্গে সঙ্গে থাকে সে। মাকে ছোটখাটো সাহায্যও করতে ভোলে না খুদে। আর এ ভাবেই দিনের পর দিন রোদে ঘুরে ঘুরে এই কষ্টসাপেক্ষ কাজটি করে চলেছেন মহিলা।
আরও শুনুন: পুত্রসন্তান চাই, তান্ত্রিকের কথায় বধূকে প্রকাশ্যে নগ্ন করে স্নান করাল পরিবার
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত এই মহিলার গল্প। যিনি পেশার সঙ্গে সঙ্গেই সমান দক্ষতার সঙ্গে সামলে চলেছেন নিজের মাতৃত্বের দায়িত্বও। তাঁর কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সৌরভ পাঞ্জওয়ানি নামে এক ফুড ব্লগার। তিনি জানান, যেভাবে রোদে ঘুরে ঘুরে দুটি সন্তানকে নিয়ে নিজের কাজ করে চলেন এই মহিলা, তা যথেষ্ট অনুপ্রেরণামূলক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সৌরভের ওই ক্লিপটি। এমনকী সেই ভিডিও দেখে যোগাযোগ করা হয় সেই ফুড ডেলিভারি সংস্থাটির তরফেও। ওই মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। যা কার্যত নজিরবিহীন বলেই জানাচ্ছেন নেটিজেনরা।
শুধু মাতৃরূপে বা শক্তিরূপেই নয়। সমস্ত দিকই যে একই সঙ্গে পাল্লা দিয়ে সামলাতে পারেন মেয়েরা, মায়েরা। আর সে কথাই আরও একবার প্রমাণ করে দিয়েছেন এই মহিলা। যাকে কুর্নিশ করেছে আপামর নেটবাসী।